Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 22:26 - কিতাবুল মোকাদ্দস

26 নম্র লোকেরা ভোজন করে তৃপ্ত হবে, যারা মাবুদের খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে; তোমাদের অন্তঃকরণ চিরজীবী হোক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

26 যারা দরিদ্র তারা ভোজন করবে ও তৃপ্ত হবে; যারা সদাপ্রভুর অন্বেষণ করে তারা তাঁর জয়গান করবে, তাদের হৃদয় চিরস্থায়ী আনন্দে উল্লসিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 সর্বহারা দলিত মানুষ তৃপ্ত হবে সুখাদ্যে, প্রভু পরমেশ্বরের অন্বেষণ করে যারা তারা করবে তাঁর স্তবগান, আনন্দে ভরে যাবে হৃদয় তাদের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীরা তাঁহার প্রশংসা করিবে; তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে। তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর! তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 নিপীড়িতরা ভোজন করবে এবং সন্তুষ্ট হবে; তাদের সদাপ্রভুুকে খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে। তোমাদের হৃদয় চিরকাল জীবিত থাকুক।

অধ্যায় দেখুন কপি




গীত 22:26
15 ক্রস রেফারেন্স  

নম্র লোকেরা তা দেখে আনন্দ করবে; আল্লাহ্‌র অন্বেষীগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক।


এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমার গোলামেরা ভোজন করবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকবে; দেখ, আমার গোলামেরা পান করবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকবে; দেখ, আমার গোলামেরা আনন্দ করবে, কিন্তু তোমরা লজ্জিত হবে;


যারা তোমার খোঁজ করে, তারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যারা তোমার উদ্ধার ভালবাসে, তারা সতত বলুক, মাবুদ মহিমান্বিত হোন।


আর বাহিনীগণের মাবুদ এই পর্বতে সর্বজাতির জন্য উত্তম উত্তম খাদ্য দ্রব্যের একটি ভোজ, পুরানো আঙ্গুর-রসের, মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্য ও সবচেয়ে ভাল পুরানো আঙ্গুর-রসের একটি ভোজ প্রস্তুত করবেন,


কিন্তু আমি যে পানি দেব, তা যে কেউ পান করে, তার পিপাসা আর কখনও হবে না; বরং আমি তাকে যে পানি দেব, তা তার অন্তরে এমন পানির ফোয়ারা হবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলে উঠবে।


কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।


আর দাউদ সমস্ত সমাজের সাক্ষাতে মাবুদের শুকরিয়া করলেন। দাউদ বললেন, হে মাবুদ তোমার প্রশংসা হোক, আমাদের পূর্বপুরুষ ইসরাইলের আল্লাহ্‌, তুমি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছ।


আমি তোমার ধর্মশীলতা নিজের হৃদয়মধ্যে সঙ্গোপন করি নি, তোমার বিশ্বস্ততা ও তোমার উদ্ধার তবলিগ করেছি; তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততা মহাসমাজ থেকে গুপ্ত রাখি নি।


তুমি আল্লাহ্‌র উদ্দেশে শুকরিয়া উৎসর্গ কর, সর্বশক্তিমানের কাছে তোমার নিজের মানত পূর্ণ কর;


আমি মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো; তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো।


মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো, তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো;


পরে মাবুদ সেই মাছটিকে হুকুম করলেন, আর সে ইউনুসকে শুকনো ভূমির উপরে বমি করে দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন