Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 22:12 - কিতাবুল মোকাদ্দস

12 অনেক ষাঁড় আমাকে বেষ্টন করেছে, বাশনের বলবান বলদেরা আমাকে ঘিরে ধরেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 আমার শত্রুরা আমাকে বলদের পালের মতো ঘিরে ধরেছে; বাশনের শক্তিশালী বলদগুলি আমার চারপাশে রয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমার শত্রুদল বৃষের মত বেষ্টন করে আমায়, বাশানের শক্তিশালী বৃষের মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 অনেক বৃষ আমাকে বেষ্টন করিয়াছে, বাশনের বলবান বলদেরা আমাকে ঘেরিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমার চারপাশে লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মত তারা আমার চারদিকে ঘিরে রয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 অনেক ষাঁড় আমাকে ঘিরে ধরেছে; বাশনের শক্তিশালী ষাঁড় আমাকে ঘিরে ধরেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 22:12
14 ক্রস রেফারেন্স  

তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর, জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর; তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক; যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন।


কেননা সত্যিই তোমার পবিত্র গোলাম ঈসা, যাঁকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত জাতিদের ও ইসরাইল লোকদের সঙ্গে এই নগরে একত্র হয়েছিল,


প্রভাত হলে প্রধান ইমামেরা ও লোকদের প্রাচীনবর্গরা সকলে ঈসাকে হত্যা করার জন্য তাঁর বিপক্ষে পরামর্শ করলো;


তোমরা বীরদের গোশ্‌ত খাবে ও ভূপতিদের রক্ত পান করবে, তারা সকলে বাশন দেশের হৃষ্টপুষ্ট ভেড়া, ভেড়ার বাচ্চা, ছাগল ও ষাঁড়ের।


ওহে তোমরা, যারা আমার অধিকার লুট করছো, তোমরা তো আনন্দ ও উল্লাস করছো, শস্য-মাড়াইকারিণী গাভীর মত নাচানাচি করছো, তেজস্বী ঘোড়ার মত হ্রেষা শব্দ করছো;


তাদের সঙ্গে বন্য ষাঁড় ও ষাঁড়ের সঙ্গে যুবা ষাঁড় নেমে আসবে এবং তাঁদের ভূমি রক্তে পরিতৃপ্ত ও ধূলা মেদে ভিজে যাবে।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, যদি আমি সেই কাজ করে থাকি, যদি আমার হাতে অন্যায় লেগে থাকে;


হে মাবুদ তুমি দেখেছ, নীরব থেকো না; প্রভু, আমা থেকে দূরবর্তী হয়ো না।


হে মালিক, আমার উদ্ধার, তুমি আমার সাহায্য করতে তৎপর হও।


তারা সকলেই লজ্জিত ও হতাশ হোক, যারা সংহার করতে আমার প্রাণের খোঁজ করে, তারা ফিরে যাক, অপমানিত হোক, যারা আমার বিপদে প্রীত হয়।


কাছে এসে আমার প্রাণ মুক্ত কর; আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার কর।


যারা আমার প্রাণের খোঁজ করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদ দেখতে চায়, তারা ফিরে যাক, অপমানিত হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন