Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 21:12 - কিতাবুল মোকাদ্দস

12 কেননা তুমি তাদেরকে ফিরিয়ে দেবে, তুমি তাদের মুখ তোমার ধনুকে লক্ষ্যবস্তু করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 যখন তারা দেখবে যে তোমার ধনুক তাদের দিকে লক্ষ্য করে আছে তখন তারা পিছনে ফিরবে ও পালাবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তাদের দিকে তোমার উদ্যত ধনু তাদের বাধ্য করবে পলায়নে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 কেননা তুমি তাহাদিগকে ফিরাইয়া দিবে, তুমি তাহাদের মুখ তোমার ধনুর্গুণের লক্ষ্য করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন। আপনি ওদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধেছেন। আপনি ওদের গলায় দড়ি পরিয়েছেন। আপনি ওদের ক্রীতদাসের মত মাথা নত করিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 কারণ তুমি তাদের ফিরিয়ে দেবে; তুমি তাদের আগে তোমার ধনুক টানবে।

অধ্যায় দেখুন কপি




গীত 21:12
11 ক্রস রেফারেন্স  

আমার দুশমনদেরকে আমা থেকে ফিরিয়ে দিয়েছ, আমি আমার বিদ্বেষীদেরকে সংহার করেছি।


কিন্তু আল্লাহ্‌ তাদেরকে বাণবিদ্ধ করবেন, অকস্মাৎ তারা বাণে আহত হবে।


তিনি তাঁর ধনুকে চাড়া দিয়ে আমাকে তীরের লক্ষ্য করে রেখেছেন।


সেদিন আমার দুশমনেরা ফিরে যাবে, যেদিন আমি তোমাকে ডাকি, আমি এটা জানি যে, আল্লাহ্‌ আমার সপক্ষ।


তুমি বিপক্ষ থেকে আমাদেরকে ফিরাচ্ছ; আমাদের বিদ্বেষীরা আমাদের সর্বস্ব লুট করছে।


যখন আমার দুশমনেরা ফিরে যায়, তখন তোমার সাক্ষাতে উচোট খায় ও বিনষ্ট হয়।


হে মানুষের পাহারাদার, আমি যদি গুনাহ্‌ করে থাকি, তবে আমার কাজে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার লক্ষ্যস্থান করেছ? আমি তো নিজের ভার নিজেই হয়েছি।


তিনি তাঁর তীর মারলেন, তাদেরকে ছিন্নভিন্ন করলেন; অনেক বিদ্যুৎ চম্‌কিয়ে তাদেরকে বিশৃঙ্খল করলেন।


একসঙ্গে মন্ত্রণা কর, কিন্তু তা নিষ্ফল হবে; কথা বল, কিন্তু তা স্থির থাকবে না, কেননা ‘আল্লাহ্‌ আমাদের সঙ্গে আছেন’।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন