গীত 20:9 - কিতাবুল মোকাদ্দস9 হে মাবুদ, বাদশাহ্কে জয় দান কর; যেদিন ডাকি, আমাদের উত্তর দাও। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 হে সদাপ্রভু, রাজাকে বিজয় প্রদান করো! যখন আমরা সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের উত্তর দিয়ো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 হে প্রভু পরমেশ্বর, জয়মাল্যে ভূষিত কর তোমার রাজাকে, যখন ডাকব তোমায়, সাড়া দিও আমাদের ডাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সদাপ্রভু, পরিত্রাণ কর; যে দিন আহ্বান করি, রাজা আমাদিগকে উত্তর দিউন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রভু তাঁর মনোনীত রাজাকে রক্ষা করেছেন! ঈশ্বরের মনোনীত রাজা সাহায্য চাইলো। প্রভু তার উত্তর দিলেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সদাপ্রভুু, রাজাকে উদ্ধার কর; যখন আমরা ডাকি তখন আমাদের সাহায্য করো। অধ্যায় দেখুন |