Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 19:2 - কিতাবুল মোকাদ্দস

2 দিন দিনের কাছে বাণী উচ্চারণ করে, রাত রাতের কাছে জ্ঞান ঘোষণা করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে; তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দিবস দিবসের কাছে কথা কয়, রজনী প্রকাশ করে জ্ঞান রজনীর কাছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রতিটি নতুন দিন, ঈশ্বরের মহত্ত্বের কথা বলে। প্রতিটি রাত্রি ঘোরতরভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 দিন দিনের র কাছে বাক্য উচ্চারণ করে; রাত রাতের কাছে জ্ঞান প্রকাশ করে।

অধ্যায় দেখুন কপি




গীত 19:2
14 ক্রস রেফারেন্স  

দিন তোমার, রাত তোমার; তুমিই জ্যোতিষ্ক ও সূর্য রচনা করেছ।


জীবিত, জীবিত লোকই তোমার প্রশংসা-গজল করবে, আমি যেমন আজ করছি; পিতা সন্তানদেরকে তোমার বিশ্বস্ততার কথা জানাবে।


যে পর্যন্ত দুনিয়া থাকবে, সেই পর্যন্ত শস্য বপনের ও শস্য কাটবার সময়, শীত ও উত্তাপ, গ্রীষ্মকাল ও হেমন্তকাল, দিবা ও রাত— এই সকলের অবসান হবে না।


যুবকও যুবতীরা; বৃদ্ধ লোকেরা ও বালক-বালিকারা;


পরে আল্লাহ্‌ বললেন, পানির মধ্যে একটা শূন্যস্থান সৃষ্টি হোক ও পানিকে দু’ভাগে বিভক্ত করুক।


আল্লাহ্‌ এভাবে একটা শূন্যস্থান সৃষ্টি করে শূন্যস্থানের উপরের পানি থেকে শূন্যস্থানের নিচের পানি বিভক্ত করলেন; তাতে সেরকম হল।


(বলি), মানুষ কি যে, তুমি তাকে স্মরণ কর? মানুষ সন্তানই বা কি যে, তার তত্ত্বাবধান কর?


মাবুদের প্রশংসা হোক! আল্লাহ্‌র পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর শক্তির শূন্যস্থানে তাঁর প্রশংসা কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন