গীত 18:46 - কিতাবুল মোকাদ্দস46 মাবুদ জীবন্ত, আমার শৈল ধন্য হোন, আমার উদ্ধারের আল্লাহ্ উন্নত হোন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ46 সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক! ঈশ্বর, আমার পরিত্রাতার, গৌরব হোক! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 ধন্য সনাতন প্রভু পরমেশ্বর, গিরি আশ্রয় আমার। মহামহিম আমার পরিত্রাতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্য হউন, আমার ত্রাণের ঈশ্বর উন্নত হউন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 প্রভু জীবন্ত! আমি আমার শিলার প্রশংসা করি। ঈশ্বর আমায় রক্ষা করেন। তিনি মহান! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 সদাপ্রভুু জীবন্ত, আমার শৈলর প্রশংসা হোক, আমার পরিত্রানের ঈশ্বর মহিমান্বিত হোক। অধ্যায় দেখুন |