Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:36 - কিতাবুল মোকাদ্দস

36 তুমি আমার নিচে চলার পথ প্রশস্ত করেছ, আর আমার চরণ বিচলিত হয় নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

36 তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ, যেন আমার পা পিছলে না যায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 তুমি প্রশস্ত করেছ আমার পথ, তাই হয়নি স্খলিত আমার চরণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 তুমি আমার নীচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্‌ফ বিচলিত হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন, যেন আমি হোঁচট না খেয়ে দ্রুত দৌড়তে পারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 তুমি আমার পায়ের জন্য, নীচে একটি প্রশস্ত জায়গা তৈরী করেছ যাতে আমার পা বিচলিত না হয়।

অধ্যায় দেখুন কপি




গীত 18:36
9 ক্রস রেফারেন্স  

তোমার গমনকালে পাদসঞ্চার বাধাগ্রস্ত হবে না, ধাবনকালে তোমার হোঁচট লাগবে না।


তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করেছ, আর আমার পা বিচলিত হয় নি।


হে আমার ধার্মিকতার আল্লাহ্‌, আমি ডাকলে আমাকে উত্তর দাও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ; আমাকে রহম কর, আমার মুনাজাত শোন।


তিনি আপনাকেও সঙ্কটের মুখ থেকে বের করে চালাতে চান; যা সঙ্কীর্ণ নয় এমন প্রশস্ত স্থানে নিয়ে যেতে চান, আপনার টেবিল পুষ্টিকর দ্রব্যে সাজান হবে।


কিন্তু আমাকে একটি বাপ্তিস্ম গ্রহণ করতে হবে, আর তা যতদিন সম্পন্ন না হয়, ততদিন আমি কত না চাপের মধ্যে আছি!


তার বলের গতি খর্ব করা যাবে, সে নিজের পরামর্শ দ্বারাই নিপাতিত হবে।


কিন্তু ওরা বিনাশার্থে আমার প্রাণের খোঁজ করে, তারা দুনিয়ার অধঃস্থানে যাবে।


ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার আল্লাহ্‌; আমি তোমাকে পরাক্রম দেব; আমি তোমার সাহায্য করবো; আমি নিজের ধর্মশীলতার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন