গীত 18:29 - কিতাবুল মোকাদ্দস29 কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই; আমার আল্লাহ্র দ্বারা প্রাচীর পার হই। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ29 তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর হতে পারি, আমার ঈশ্বর সহায় হলে আমি প্রাচীর অতিক্রম করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 তুমি আমার সহায় হলে বিধ্বস্ত করতে পারি আমি সেনাবাহিনীকে, আমার ঈশ্বরের সাহায্যে ভাঙ্গতে পারি আমি শত্রুর সব প্রতিরোধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়ি; আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 আপনার সাহায্যে হে প্রভু, আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি। ঈশ্বরের সাহায্য পেয়ে, আমি শত্রুদের দেওয়ালের ওপর চড়তে পারি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 কারণ তোমার সাহায্যেই আমি একটি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই; আমার ঈশ্বরের সাহায্যেই আমি দেওয়াল অতিক্রম করি। অধ্যায় দেখুন |