গীত 18:24 - কিতাবুল মোকাদ্দস24 তাই মাবুদ আমার ধার্মিকতা অনুসারে ফল দিলেন, তাঁর সাক্ষাতে আমার হাতের পবিত্রতা অনুসারে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন, এবং তাঁর দৃষ্টিতে আমার নির্মল হাতের সততা অনুসারে দিয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তাই আমার সততা অনুসারে প্রভু পরমেশ্বর পুরস্কৃত করলেন আমায়। কারণ তাঁর দৃষ্টিতে আমার হাত ছিল অমলিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তাই সদাপ্রভু আমার ধার্ম্মিকতা অনুসারে ফল দিলেন, তাঁহার সাক্ষাতে আমার হস্তের শুচিতানুসারে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 এই কারণে প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন! কেন? কারণ আমি নির্দোষ! প্রভু দেখেছেন, আমি কোন গর্হিত কাজ করি নি। তাই আমার প্রতি তিনি হিতকর কাজই করবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তাই সদাপ্রভুু আমার ধার্মিকতার জন্য, তাঁর চোখের সামনে আমার হাত পরিষ্কার ছিল বলে, তিনি আমাকে প্রতিফল দিলেন। অধ্যায় দেখুন |