Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 17:2 - কিতাবুল মোকাদ্দস

2 তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক; যা ন্যায্য, তার প্রতি তোমার দৃষ্টি পড়ুক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো; যা সঠিক সেদিকে তোমার দৃষ্টি পড়ুক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমারই সামনে হোক আমার বিচার, ন্যায়ের প্রতি থাকুক তোমার দৃষ্টি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হউক; যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আপনি আমার সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেবেন। আপনি সত্যকে দেখতে পান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তোমার উপস্হিতি থেকে আমার বিচার উপস্থিত হোক; যা ন্যায্য তা তোমার চোখে তা দেখুক।

অধ্যায় দেখুন কপি




গীত 17:2
8 ক্রস রেফারেন্স  

তিনি আলোর মত তোমার ধার্মিকতা, মধ্যাহ্ন কালের মত তোমার বিচার প্রকাশ করবেন।


কিন্তু ইসরাইল-কুল বলছে, প্রভুর পথ সরল নয়। হে ইসরাইল-কুল, আমার পথ কি সরল নয়? তোমাদের পথ কি অসরল নয়?


কিন্তু তোমরা বলছো, ‘প্রভুর পথ সরল নয়’। হে ইসরাইল-কুল, একবার শোন; আমার পথ কি সরল নয়?


আর যিনি তোমাদেরকে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে এবং আপন মহিমার সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করতে পারেন,


তবুও তোমরা বলেছো, প্রভুর পথ সরল নয়। হে ইসরাইল-কুল, আমি তোমাদের প্রত্যেকের পথ অনুসারে তোমাদের বিচার করবো।


তবুও তোমার জাতির লোকেরা বলছে, প্রভুর পথ সরল নয়; কিন্তু আসলে তাদেরই পথ অসরল।


মাবুদ তাকে ওর হাতে ছেড়ে দেবেন না, তার বিচারকালে তাকে দোষী করবেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন