Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 16:1 - কিতাবুল মোকাদ্দস

1 হে আল্লাহ্‌, আমাকে রক্ষা কর, কেননা আমি তোমার আশ্রয় নিয়েছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো, কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে ঈশ্বর, আমাকে রক্ষা কর, তোমারই শরণাগত আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে ঈশ্বর, আমাকে রক্ষা কর, কেননা আমি তোমার শরণ লইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে ঈশ্বর, আমায় রক্ষা করুন। কারণ আমি আপনার ওপর নির্ভর করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ঈশ্বর, আমাকে রক্ষা কর, কারণ আমি তোমাতে আশ্রয় গ্রহণ করেছি।

অধ্যায় দেখুন কপি




গীত 16:1
21 ক্রস রেফারেন্স  

হে আল্লাহ্‌, আমার প্রতি রহম কর, কেননা মানুষ আমাকে গ্রাস করতে চায়; সে সমস্ত দিন যুদ্ধ করে আমার প্রতি জুলুম করে।


নয়নের তারার মত আমাকে পাহারা দাও, তোমার পাখার ছায়াতে আমাকে সঙ্গোপন কর,


মাবুদ অমায়িক লোকদেরকে রক্ষা করেন; আমি দীনহীন হলে তিনি আমার উদ্ধার করলেন।


হে বাহিনীগণের মাবুদ, সুখী সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে।


হে মাবুদের সমস্ত পবিত্র লোক, তোমরা তাঁকে মহব্বত কর; মাবুদ বিশ্বস্ত লোকদেরকে রক্ষা করেন, কিন্তু অহংকারীকে অনেক প্রতিফল দেন।


এই কারণে এত দুঃখভোগও করছি; তবুও আমি লজ্জিত নই, কেননা যাঁর উপর ঈমান এনেছি, তাঁকে জানি এবং দৃঢ়ভাবে প্রত্যয় করছি যে, আমি তাঁর কাছে যা গচ্ছিত রেখেছি, তিনি সেই দিনের জন্য তা রক্ষা করতে সমর্থ।


তিনি ন্যায়বিচারের সমস্ত পথ রক্ষা করেন, যারা তাঁর বিশ্বস্ত তিনি তাদের পথ সংরক্ষণ করেন।


সুখী লোকেরা যাদের সহায় ইয়াকুবের আল্লাহ্‌, যাদের আশাভূমি মাবুদ, তাদের আল্লাহ্‌।


যারা তোমার নাম জানে, তারা তোমার উপর ভরসা রাখবে; কেননা হে মাবুদ, তুমি তোমার অন্বেষণকারীদেরকে পরিত্যাগ কর নি।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি; আমার সকল তাড়নাকারী থেকে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।


যারা মাবুদের উপর নির্ভর করে, তারা সিয়োন পর্বতের মত, যা অটল ও চিরস্থায়ী।


মাবুদের তাদের মহব্বত করেন যারা নাফরমানীকে ঘৃণা করে; তিনি তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন, দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।


হে আল্লাহ্‌, তুমি আমাদেরকে পরিত্যাগ করেছ, আমাদেরকে ভগ্ন করেছ, তুমি ক্রুদ্ধ হয়েছ; ফিরে আমাদেরকে পুনঃস্থাপন কর।


কেননা মাবুদ ন্যায়বিচার ভালবাসেন; তিনি তাঁর বিশ্বস্তদেরকে পরিত্যাগ করেন না; তারা চিরকাল সুরক্ষিত হয়; কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হবে।


আমার প্রাণ রক্ষা কর, আমাকে উদ্ধার কর, আমাকে লজ্জিত করোনা, কেননা আমি তোমার আশ্রয় নিয়েছি।


আমার পদক্ষেপ তোমার পথে স্থির রয়েছে, আমার চরণ বিচলিত হয় নি।


বরং আমরা নিজেদের অন্তরে এই উত্তর পেয়েছিলাম যে, মৃত্যু আসছে, যেন নিজেদের উপরে নির্ভর না করে যিনি মৃতদেরকে জীবিত করে তোলেন সেই আল্লাহ্‌র উপরে নির্ভর করি।


মাবুদের উপরে নির্ভর কর; তিনি ওকে উদ্ধার করুন; ওকে রক্ষা করুন, কেননা তিনি ওতে প্রীত।


পাছে দুশমন সিংহের মত আমার প্রাণ ছিন্নভিন্ন করে, খণ্ড খণ্ড করে, যখন রক্ষাকারী কেউ নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন