গীত 15:4 - কিতাবুল মোকাদ্দস4 যার দৃষ্টিতে দুষ্টলোক তুচ্ছনীয় হয়; যে মাবুদের ভয়কারীদের মান্য করে, শপথ করলে ক্ষতি হলেও অন্যথা করে না; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে, এবং তার মন পরিবর্তন করে না; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 অসৎ ব্যক্তি যার ঘৃণার পাত্র প্রভু পরমেশ্বরের ভক্তজনকে যে শ্রদ্ধা করে, নিজের ক্ষতি হওয়া সত্ত্বেও যে প্রতিশ্রুতি রক্ষা করে তার অন্যথা করে না কখনও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়; যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ঈশ্বরকে যারা খুশী করে না, তারা তাদের সম্মান করে না। কিন্তু যারা প্রভুর সেবা করে, তারা তাদের সম্মান প্রদর্শন করে। যদি তারা প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে, তবে তারা তাদের প্রতিশ্রুতি পালন করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 অযোগ্য ব্যক্তি তার চোখে তুচ্ছ হয়; কিন্তু সে তাদের সম্মান করে যারা সদাপ্রভুুকে ভয় করে। তার শপথের জন্য তার ক্ষতি হলেও, সে তার প্রতিজ্ঞা ফিরিয়ে নেয় না। অধ্যায় দেখুন |