Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 149:2 - কিতাবুল মোকাদ্দস

2 ইসরাইল তাঁর নির্মাণকর্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানেরা নিজেদের বাদশাহ্‌তে উল্লসিত হোক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক; সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ইসরায়েল লাভ করুক পরম আনন্দ। তাঁর স্রষ্টার মাঝে। সিয়োনবাসী হোক উল্লসিত। তার রাজার জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ইস্রায়েল আপন নির্ম্মাণকর্ত্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানগণ আপনাদের রাজাতে উল্লাসিত হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ইস্রায়েলকে তাদের স্রষ্টাকে নিয়ে আনন্দ করতে দাও। সিয়োনের লোককে তাদের রাজাকে নিয়ে আনন্দ করতে দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ইস্রায়েল সেই ব্যক্তিতে আনন্দ করুক যিনি তাকে এক জাতি তৈরী করেছেন। সিয়োনের লোকেরা তাদের রাজাতে আনন্দ করুক।

অধ্যায় দেখুন কপি




গীত 149:2
25 ক্রস রেফারেন্স  

কেননা তোমার নির্মাতা তোমার স্বামী, তাঁর নাম বাহিনীগণের মাবুদ; আর ইসরাইলের পবিত্রতম তোমার মুক্তিদাতা, তিনি সমস্ত দুনিয়ার আল্লাহ্‌ বলে আখ্যাত হবেন।


আহা! পর্বতমালার উপরে, তারই চরণ কেমন শোভা পাচ্ছে, যে সুসংবাদ তবলিগ করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসংবাদ তবলিগ করে, উদ্ধার ঘোষণা করে, সিয়োনকে বলে, তোমার আল্লাহ্‌ রাজত্ব করেন।


এসো, আমরা সেজ্‌দা করি, প্রণত হই, আমাদের নির্মাতা মাবুদের সাক্ষাতে জানু পাতি।


“ধন্য সেই বাদশাহ্‌, যিনি প্রভুর নামে আসছেন; বেহেশতে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা।”


হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর; হে জেরুশালেম-কন্যা, জয়ধ্বনি কর। দেখ, তোমার বাদশাহ্‌ তোমার কাছে আসছেন; তিনি ধর্মময় ও তাঁর কাছে উদ্ধার আছে, তিনি নম্র ও গাধার উপর উপবিষ্ট, গাধার বাচ্চার উপর উপবিষ্ট।


আর হে সিয়োন-সন্তানেরা, তোমরা উল্লসিত হও, তোমাদের আল্লাহ্‌ মাবুদে আনন্দ কর, কেননা তিনি তোমাদেরকে যথাপরিমাণে অগ্রিম বৃষ্টি দিলেন এবং প্রথমত তোমাদের জন্য প্রথম ও শেষ বর্ষার পানি বর্ষান করলেন।


কিন্তু কেউ বলে না, আমার নির্মাতা আল্লাহ্‌ কোথায়? তিনি তো রাতের বেলায় শক্তি দান করেন।


আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর; আমাদের বাদশাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর।


কারণ মাবুদ তাঁর মহানামের গুণে তাঁর লোকদের ত্যাগ করবেন না; কেননা তোমাদের তাঁর লোক করতে মাবুদের অভিমত হয়েছে।


আর সেই স্থানে তোমাদের আল্লাহ্‌ মাবুদের সম্মুখে ভোজন করবে এবং তোমাদের আল্লাহ্‌ মাবুদের কাছ থেকে যে দোয়া লাভ করেছ সেই অনুসারে যা কিছুতে হাত রাখবে, তাতেই সপরিবারে আনন্দ করবে।


পরে আমি বড় লোকারণ্যের কোলাহল ও অনেক পানির কল্লোল ও প্রবল মেঘ-গর্জনের মত এই বাণী শুনলাম, হাল্লিলূয়া! কেননা আমাদের আল্লাহ্‌ প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করলেন।


আমরাই তো সত্যিকারের খৎনা করানো লোক, আমরা যারা আল্লাহ্‌র রূহে এবাদত করি ও মসীহ্‌ ঈসাতে গর্ব করি এবং বাহ্যিক আচার-অনুষ্ঠানের উপর নির্ভর করি না।


তাতে তারা চেঁচিয়ে বললো, দূর কর, দূর কর, ওকে ক্রুশে দাও। পীলাত তাদেরকে বললেন, তোমাদের বাদশাহ্‌কে কি ক্রুশে দেব? প্রধান ইমামেরা জবাবে বললো, সীজার ছাড়া আমাদের অন্য বাদশাহ্‌ নেই।


এছাড়া, আমার এই যে দুশমনেরা ইচ্ছা করে নি যে, আমি তাদের উপরে রাজত্ব করি, তাদেরকে এই স্থানে আন, আর আমার সাক্ষাতে হত্যা কর।


তখন বাদশাহ্‌ তাঁর ডান দিকে স্থিত লোকদেরকে বলবেন, এসো, আমার পিতার দোয়ার-পাত্রেরা, দুনিয়া পত্তনের সময় থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তার অধিকারী হও।


“তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার বাদশাহ্‌ তোমার কাছে আসছেন; তিনি মৃদুশীল ও গাধার উপরে উপবিষ্ট এবং বাচ্চার, গাধার বাচ্চার উপরে উপবিষ্ট।”


আমিই মাবুদ, তোমাদের পবিত্রতম, ইসরাইলের সৃষ্টিকর্তা, তোমাদের বাদশাহ্‌।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমার পবিত্রতম, তুমি কি অনাদিকাল থেকে নও? আমরা মারা পড়বো না; হে মাবুদ, তুমি বিচারের জন্যই ওকে নিরূপণ করেছ; হে শৈল, তুমি শাসন করার জন্যই ওকে স্থাপন করেছ।


হে সিয়োন-কন্যা, আনন্দগান কর; হে ইসরাইল, জয়ধ্বনি কর; হে জেরুশালেম-কন্যা, আনন্দ কর, মনে প্রাণে উল্লাস কর।


মাবুদ তোমার দণ্ডগুলো দূর করে দিয়েছেন, তোমার দুশমনকে সরিয়ে দিয়েছেন; ইসরাইলের বাদশাহ্‌ মাবুদ তোমার মধ্যবর্তী; তুমি আর অমঙ্গলের ভয় করবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন