Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 148:9 - কিতাবুল মোকাদ্দস

9 পর্বতরাজি ও সমস্ত উপপর্বত, ফলের গাছগুলো ও সমস্ত এরস গাছ;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 পর্বত ও সব পাহাড়, ফলের গাছ আর সব দেবদারু গাছ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 পাহাড় ও পর্বতশ্রেণী ফলদায়ক তরু ও সীডার বৃক্ষরাজি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পর্ব্বতরাজি ও সমস্ত উপপর্ব্বত, ফলের বৃক্ষরাজি ও সমস্ত এরস বৃক্ষ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঈশ্বর পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন, ফলের বৃক্ষসমুহ ও এরস গাছ সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 পর্বতেরা এবং সব উপপর্বত, ফলের গাছ এবং সব এরস গাছ,

অধ্যায় দেখুন কপি




গীত 148:9
11 ক্রস রেফারেন্স  

হে বেহেশতগুলো, তোমরা আনন্দ-রব কর, কেননা মাবুদ এই কাজ করেছেন; হে দুনিয়ার অধঃস্থানগুলো জয়-জয়ধ্বনি কর; হে পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে বন ও তার মধ্যেকার সকল গাছপালা, তোমরাও আনন্দ-গান কর কেননা মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন, এবং ইসরাইলের মধ্যে নিজেকে মহিমান্বিত করবেন।


আসমান, আনন্দ-রব কর, দুনিয়া, উল্লসিত হও; পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর; কেননা মাবুদ তাঁর লোকদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর তাঁর দুঃখীদের প্রতি করুণা করবেন।


আহা, তুমি আসমান বিদীর্ণ করে নেমে এসো, পর্বতমালা তোমার সাক্ষাতে ভয়ে কেঁপে উঠুক;


মরুভূমি ও সেখানকার সমস্ত নগর উচ্চৈঃস্বর করুক, কায়দারের বসতি গ্রামগুলো তা করুক, শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক, পর্বতমালার চূড়া থেকে আনন্দ চিৎকার করুক;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন