Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 146:5 - কিতাবুল মোকাদ্দস

5 সুখী লোকেরা যাদের সহায় ইয়াকুবের আল্লাহ্‌, যাদের আশাভূমি মাবুদ, তাদের আল্লাহ্‌।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর, ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ধন্য সেই জন, যাকোবের ঈশ্বর যার সহায়, প্রভু পরমেশ্বরের উপরেই যার ভরসা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 ধন্য সেই, যাহার সহায় যাকোবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু, তাহার ঈশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়। ওরা ওদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 ধন্য সে, যার সাহায্যের জন্য যাকোবের ঈশ্বর সহায়, যার আশা সদাপ্রভুু তার ঈশ্বর।

অধ্যায় দেখুন কপি




গীত 146:5
17 ক্রস রেফারেন্স  

সুখী সেই জাতি, যাদের উপর এরকম দোয়া নেমে আসে; সুখী সেই জাতি, মাবুদ যার আল্লাহ্‌।


কেননা, হে সার্বভৌম মাবুদ, তুমি আমার আশা; তুমি বাল্যকাল থেকে আমার বিশ্বাস-ভূমি।


সুখী সেই জাতি, যার আল্লাহ্‌ মাবুদ, সেই লোকসমাজ, যাকে তিনি নিজের অধিকারের জন্য মনোনীত করেছেন।


হে বাহিনীগণের মাবুদ, সুখী সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে।


বাহিনীগণের মাবুদ আমাদের সহবর্তী; ইয়াকুবের আল্লাহ্‌ আমাদের আশ্রয়। [সেলা।]


তোমরা তাঁরই দ্বারা সেই আল্লাহ্‌র উপরে ঈমান এনেছ, যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করে তুলেছেন ও গৌরব দান করেছেন; এভাবে তোমাদের ঈমান ও প্রত্যাশা আল্লাহ্‌র প্রতি রয়েছে।


হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, আমার মুনাজাত শোন; হে ইয়াকুবের আল্লাহ্‌, কান দাও। [সেলা।]


বাহিনীগণের মাবুদ আমাদের সহবর্তী; ইয়াকুবের আল্লাহ্‌ আমাদের আশ্রয়। [সেলা।]


এখন, হে মালিক, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা।


তিনি আরও বললেন, আমি তোমার পিতার আল্লাহ্‌, ইব্রাহিমের আল্লাহ্‌, ইস্‌হাকের আল্লাহ্‌ ও ইয়াকুবের আল্লাহ্‌। তখন মূসা নিজের মুখ আচ্ছাদন করলেন, কেননা তিনি আল্লাহ্‌র প্রতি দৃষ্টিপাত করতে ভয় পেয়েছিলেন।


হে ইসরাইল! সুখী তুমি, তোমার মত কে আছে? তুমি মাবুদ কর্তৃক উদ্ধার পাওয়া জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষের তলোয়ার। তোমার দুশমনেরা তোমার কর্তৃত্ব স্বীকার করবে, আর তুমিই তাদের সমস্ত উচ্চস্থলী দলন করবে।


তোমরা ইউসুফকে এই কথা বলো, তোমার ভাইয়েরা তোমার অপকার করেছে, কিন্তু আরজ করি, তুমি তাদের সেই অধর্ম ও গুনাহ্‌ মাফ করো। অতএব এখন আমরা আরজ করি, তোমার পিতার আল্লাহ্‌র এই গোলামদের অধর্ম মাফ করো। তাঁদের এই কথায় ইউসুফ কাঁদতে লাগলেন।


তারা নত হয়েছে, পড়ে গেছে, কিন্তু আমরা উত্থিত হয়ে দাঁড়িয়ে আছি।


চল, মাবুদের কার্যকলাপ দেখ, যিনি দুনিয়াতে ধ্বংস সাধন করলেন।


যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়; এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন