Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 145:15 - কিতাবুল মোকাদ্দস

15 সকলের চোখ তোমার অপেক্ষা করে, তুমিই যথাসময়ে তাদেরকে খাদ্য দিচ্ছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 সবার চোখ তোমার দিকে তাকিয়ে থাকে, আর যথাসময়ে তুমি তাদের খাবার জোগাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 তোমার দিকেই নিবদ্ধ সকলের দৃষ্টি তুমিই যথাসময়ে তাদের আহার যোগাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমিই যথাসময়ে তাহাদিগকে ভক্ষ্য দিতেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে। এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 সবার চোখ তোমার জন্য অপেক্ষা করে, তুমি তাদেরকে ঠিক দিনের তাদের খাবার দিচ্ছ।

অধ্যায় দেখুন কপি




গীত 145:15
11 ক্রস রেফারেন্স  

তিনি সমস্ত প্রাণীকে আহার দেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—


এরা সকলেই তোমার অপেক্ষায় থাকে, যেন তুমি যথাসময়ে তাদের খাদ্য দাও।


তাঁর কোন কিছুর অভাব নেই, সেজন্য তিনি মানুষের হাত দ্বারা সেবিতও হন না। কেননা তিনিই সকলকে জীবন, শ্বাস ও সমস্ত কিছু দান করেন।


আসমানের পাখিগুলোর প্রতি দৃষ্টিপাত কর; তারা বপনও করে না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তবুও তোমাদের বেহেশতী পিতা তাদেরকে আহার দিয়ে থাকেন; তোমরা কি তাদের থেকে বেশি শ্রেষ্ঠ নও?


কাকগুলোর বিষয় চিন্তা কর; তারা বুনেও না কাটেও না; তাদের ভাণ্ডারও নেই, গোলাঘরও নেই; আর আল্লাহ্‌ তাদেরকে আহার দিয়ে থাকেন;


আর যাবতীয় ভূচর পশু ও আসমানের যাবতীয় পাখি ও ভূমিতে যাবতীয় গমনশীল কীট, এসব প্রাণীর খাবারের জন্য সবুজ সমস্ত ওষধি গাছ দিলাম। তাতে সেরকম হল।


হে ক্ষেতের পশুরা, ভয় করো না, কেননা মরুভূমিস্থ চারণভূমি সবুজ হয়ে উঠছে, গাছ ফলবান হচ্ছে, ডুমুর গাছ ও আঙ্গুরলতা নিজ নিজ ফল দিচ্ছে।


যুবসিংহরা শিকারের চেষ্টায় গর্জন করে, আল্লাহ্‌র কাছে তাদের খাদ্য খোঁজ করে।


মাবুদ সকলের জন্য মঙ্গলময়, তাঁর করুণা তাঁর সৃষ্ট সমস্ত জিনিসের উপরে আছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন