Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 144:1 - কিতাবুল মোকাদ্দস

1 মাবুদ ধন্য হোন, তিনি আমার শৈল; তিনিই আমার হাতকে যুদ্ধ শিক্ষা দেন, আমার আঙ্গুলগুলোকে যুদ্ধ করতে শিক্ষা দেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল; তিনি আমার হাতকে যুদ্ধ শেখান, আমার আঙুলকে সংগ্রাম শেখান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ধন্য প্রভু পরমেশ্বর আমার শৈল, আমার রক্ষক, তিনিই আমার হস্তদ্বয়কে শিখিয়েছেন যুদ্ধের কৌশল, প্রতিটি আঙ্গুলিতে দিয়েছেন রণনিপুণতা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ধন্য সদাপ্রভু, আমার শৈল, তিনিই আমার হস্তকে যুদ্ধ শিখান, আমার অঙ্গুলি সকলকে সংগ্রাম শিক্ষা দেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু আমার শিলা, আমার নিরাপদ স্থান; প্রভুর প্রশংসা কর! প্রভু আমার হাতগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন। তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ধন্য সদাপ্রভুু, আমার শৈল, যিনি আমার হাতকে যুদ্ধ শেখান এবং আমার আঙ্গুলগুলো যুদ্ধের জন্য।

অধ্যায় দেখুন কপি




গীত 144:1
16 ক্রস রেফারেন্স  

তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন, তাই আমার বাহু ব্রোঞ্জের ধনুকে চাড়া দেয়।


মাবুদ আমার শৈল, আমার দুর্গ, ও আমার উদ্ধারকর্তা, আমার আল্লাহ্‌, আমার দৃঢ় শৈল, আমি তাঁর কাছে আশ্রয় নিয়েছি; আমার ঢাল, আমার নাজাতের শৃঙ্গ, আমার উচ্চদুর্গ।


তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন, তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয়।


কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র দুনিয়াবী নয়, কিন্তু দুর্গসমূহ ভেঙ্গে ফেলবার জন্য আল্লাহ্‌র সাক্ষাতে পরাক্রমী। আমরা লোকদের বাজে বিতর্ক সকল ধ্বংস করছি,


লোকে আমাকে বলবে, কেবল মাবুদেই ধার্মিকতা ও শক্তি আছে; তাঁরই কাছে লোকেরা আসবে এবং যেসব লোক তাঁতে বিরক্ত, তারা লজ্জিত হবে।


আল্লাহ্‌র দ্বারা আমরা বীরের কাজ করবো; তিনিই আমাদের বিপক্ষদেরকে পদদলিত করবেন।


কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্‌ কে আছে? আমাদের আল্লাহ্‌ ছাড়া আর শৈল কে আছে?


এসো, আমরা মাবুদের উদ্দেশে আনন্দগান করি, আমাদের উদ্ধারের শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।


তুমি আমার আশ্রয়স্থানের শৈল হও, শক্তিশালী দুর্গ হও, আমাকে নিস্তার করার জন্য; কেননা তুমিই আমার শৈল ও আমার আশ্রয়-দুর্গ।


তোমরা চিরকাল মাবুদের উপর নির্ভরতা রাখ; কেননা মাবুদ ইয়াহ্‌ওয়েহ্‌ই তোমাদের অনন্তকালীন শৈল।


পরে তিনি ইসরাইলের বাদশাহ্‌কে বললেন, ধনুকের উপরে হাত রাখুন। তিনি হাত রাখলেন। পরে আল-ইয়াসা বাদশাহ্‌র হাতের উপরে তাঁর হাত রাখলেন,


আমি প্রশংসনীয় মাবুদকে ডাকব, এভাবে আমার দুশমনদের থেকে আমি নিস্তার পাব।


তুমি আমাকে নিজের উদ্ধার-ঢাল দিয়েছ; তোমার ডান হাত আমাকে ধারণ করেছে, তোমার কোমলতা আমাকে মহান করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন