গীত 143:12 - কিতাবুল মোকাদ্দস12 আর তোমার অটল মহব্বতে আমার দুশমনদেরকে উচ্ছেদ কর, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর, কেননা আমি তোমার গোলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ12 তোমার অবিচল প্রেমের গুণে আমার শত্রুদের চুপ করাও; আমার সব বিপক্ষকে বিনষ্ট করো, কারণ আমি তোমার ভক্তদাস। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আমার প্রতি অপার করুণা তোমার, ধ্বংস কর আমার শত্রুদের, আমায় পীড়ন করছে যারা, বিনাশ কর তাদের, আমি যে তোমার দাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ কর, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর, কেননা আমি তোমার দাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন। তাদের পরাজিত করুন এবং তাদের ধ্বংস করুন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তোমার বিশস্ততার চুক্তিতে, আমার জীবন থেকে সব শত্রুদের বিনাশ কর কারণ আমি তোমার দাস। অধ্যায় দেখুন |