Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 142:4 - কিতাবুল মোকাদ্দস

4 আমার দক্ষিণে নিরীক্ষণ করে দেখ, আমাকে চেনে এমন কেউই নেই, আমার আশ্রয় বিনষ্ট হল; কেউই আমার প্রাণের যত্ন নেয় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই; আমার জন্য কারও ভাবনা নেই, আমার কোনও আশ্রয় নেই; কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যখন আমি চেয়ে দেখি আমার চারিধারে, দেখি কেউ নেই পাশে আমার যে সাহায্য করে আমায়। আমার নেই কােন আশ্রয় আমায় মমতা করে এমন কেউ নেই আমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 [আমার] দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখ, আমাকে চিনে এমন কেহই নাই, আমার আশ্রয় বিনষ্ট হইল; কেহই আমার প্রাণের তত্ত্ব করে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি চারদিকে দেখি, কিন্তু আমি আমার কোন বন্ধু দেখি না। আমার পালানোর কোন জায়গা নেই। কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমি ডানদিকে তাকাই এবং দেখি যে আমাকে যত্ন নেওয়ার কেউ নেই, আমার অব্যাহতি নেই; কেও আমার জীবনের পরোয়া করে না।

অধ্যায় দেখুন কপি




গীত 142:4
19 ক্রস রেফারেন্স  

কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো ও তোমার ক্ষতগুলো ভাল করবো, মাবুদ এই কথা বলেন, কেননা তারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়োন, যার খোঁজ কেউ করে না।


তুমি প্রেমিক ও সুহৃৎকে আমা থেকে দূর করেছ; অন্ধকারই আমার ঘনিষ্ট সঙ্গী।


আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ, আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র, ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি; পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে।


কিন্তু এ সব ঘটলো, যেন নবীদের লেখা কালামগুলো পূর্ণ হয়। তখন সাহাবীরা সকলে তাঁকে ছেড়ে পালিয়ে গেলেন।


তুমি আমার আত্মীয়দের আমা থেকে দূরে রেখেছ, তাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার পাত্র করেছ; আমি অবরুদ্ধ, বাইরে আসতে পারি না।


তিরস্কারে আমার মনোভঙ্গ হয়েছে, আমি অবসন্ন হলাম, আমি সহানুভূতির অপেক্ষা করলাম, কিন্তু তা পেলাম না; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকেও পেলাম না।


আমার প্রথমবার আত্মপক্ষ সমর্থন কালে কেউ আমার পক্ষে উপস্থিত হয় নি। সকলে আমাকে পরিত্যাগ করে চলে গেছে; তা যেন তাদের বিরুদ্ধে গণনা করা না হয়।


পরে দাউদ মনে মনে বললেন, এর মধ্যে কোন এক দিন আমি তালুতের হাতে বিনষ্ট হবো। ফিলিস্তিনীদের দেশে পালিয়ে যাওয়া ছাড়া আমার আর মঙ্গল নেই; সেখানে গেলে তালুত ইসরাইলের সমস্ত অঞ্চলে আমার খোঁজ করতে ক্ষান্ত হবেন এবং আমি তাঁর হাত থেকে রক্ষা পাব।


ভেড়ার রাখালদের পলায়ন-স্থান কিংবা ভেড়ার আগে গমনকারীদের উত্তরণ-স্থান থাকবে না।


কিন্তু দুষ্টদের চোখ নিস্তেজ হবে, তাদের আশ্রয় বিনষ্ট হবে, তাদের আশা প্রাণত্যাগে পরিণত হবে।


কারণ ধার্মিকদের পথের উপর মাবুদের দৃষ্টি আছে, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে।


আমি মাবুদকে বললাম, তুমি আমার আল্লাহ্‌; হে মালিক, আমার ফরিয়াদে কান দাও।


আমার জন্য পাতা ফাঁদ থেকে, দুর্বৃত্তদের যন্ত্র থেকে, আমাকে রক্ষা কর।


এতে আমার রূহ্‌ হৃদয়ে অবসন্ন হয়েছে, আমার ভিতরে আমার অন্তর অসার হয়েছে।


তুমি তাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করলে তাদের বাড়িগুলো থেকে কান্নার আওয়াজ শোনা যাক; কেননা তারা আমাকে ধরবার জন্য গর্ত খনন করেছে ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পেতেছে।


যারা মিথ্যা দেবদেবী মানে, তারা নিজের দয়ানিধিকে পরিত্যাগ করে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন