Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 141:7 - কিতাবুল মোকাদ্দস

7 ভূমির কর্ষক ও খননকারী যেমন করে, তেমনি পাতালের মুখে আমাদের সমস্ত অস্থি ছড়িয়ে পড়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 তখন তারা বলবে, “একজন যেমন জমিতে লাঙল দেয় ও চাষ করে, তেমনই আমাদের হাড়গোড় কবরের মুখে ছড়িয়ে আছে।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 লোকে যেমন পাথর ভেঙ্গে টুকরো করে ছড়িয়ে দেয়, তেমনি পাতালপুরীর দ্বারে ছড়িয়ে থাকবে ওদের অস্থিগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 ভূমির কর্ষক ও খননকারী যেমন করে, তেমনি পাতালের মুখে আমাদের অস্থি সকল ছড়াইয়া পড়িয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 লোকে মাটি খোঁড়ে, জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়। একই রকমভাবে ওদের কবরের চারদিকে আমাদের হাড় ছড়ানো থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তারা বলবে, “যখন একজন লাঙ্গল দেবে এবং মাটি ভাঙবে যেমন করে, সে রকম পাতালের মুখে আমাদের হাড় ছড়িয়ে পড়েছে।”

অধ্যায় দেখুন কপি




গীত 141:7
7 ক্রস রেফারেন্স  

যেমন লেখা আছে, “তোমার জন্য আমরা প্রতিনিয়ত নিহত হচ্ছি; আমরা জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত হলাম।”


কিন্তু ভয়শূন্য স্থানে তারা নিদারুণ ভয় পেল; কেননা যারা তোমাকে অবরোধ করে, আল্লাহ্‌ তাদের অস্থি ছড়িয়ে ফেললেন, তুমি তাদেরকে লজ্জা দিয়েছ, কারণ আল্লাহ্‌ তাদেরকে অগ্রাহ্য করেছেন।


হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি; আমাদেরকে জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত মত করে।


তাঁরা প্রস্তরাঘাতে হত, পরীক্ষিত, করাত দ্বারা বিদীর্ণ, তলোয়ার দ্বারা নিহত হলেন; তাঁরা ভেড়ার ও ছাগলের চামড়া পরে ঘুরে বেড়াতেন, দীনহীন, ক্লিষ্ট, নির্যাতিত হতেন;


বরং আমরা নিজেদের অন্তরে এই উত্তর পেয়েছিলাম যে, মৃত্যু আসছে, যেন নিজেদের উপরে নির্ভর না করে যিনি মৃতদেরকে জীবিত করে তোলেন সেই আল্লাহ্‌র উপরে নির্ভর করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন