Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 140:6 - কিতাবুল মোকাদ্দস

6 আমি মাবুদকে বললাম, তুমি আমার আল্লাহ্‌; হে মালিক, আমার ফরিয়াদে কান দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 আমি সদাপ্রভুকে বলি, “তুমিই আমার ঈশ্বর।” হে সদাপ্রভু, আমার বিনীত প্রার্থনা শোনো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রভুকে আমি বলেছি: তুমিই আমার ঈশ্বর, হে প্রভু পরমেশ্বর মিনতি শোন আমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আমি সদাপ্রভুকে কহিলাম, তুমি আমার ঈশ্বর; হে সদাপ্রভু, আমার বিনতির রবে কর্ণপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রভু, আপনিই আমার ঈশ্বর। প্রভু আমার প্রার্থনা শুনুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আমি সদাপ্রভুুকে বললাম, “তুমি আমার ঈশ্বর; ক্ষমা করার জন্য আমার প্রার্থনা শোনো।”

অধ্যায় দেখুন কপি




গীত 140:6
18 ক্রস রেফারেন্স  

কিন্তু, হে মাবুদ, আমি তোমার উপরে নির্ভর করলাম; আমি বললাম, তুমিই আমার আল্লাহ্‌।


আমি মাবুদকে বলেছি তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আর কিছুতে আমার মঙ্গল নেই।


আমি তোমার কাছে কাঁদলাম, হে মাবুদ, আমি বললাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিতদের দেশে আমার অধিকার।


মাবুদ আমার অধিকার; আমি বলেছি, আমি তোমার সমস্ত কালাম পালন করবো।


সেই তৃতীয় অংশকে আমি আগুনে প্রবেশ করাব, যেমন রূপা খাঁটি করা যায়, তেমনি খাঁটি করবো ও যেমন সোনা পরীক্ষিত হয়, তেমনি তাদের পরীক্ষা করবো; তারা আমার নামে ডাকবে এবং আমি তাদের উত্তর দেব; আমি বলবো, এ আমার লোক; আর তারা বলবে, মাবুদ আমার আল্লাহ্‌।


আমার প্রাণ বলে, মাবুদই আমার অধিকার; এজন্য আমি তাঁতে প্রত্যাশা করবো।


হে মাবুদ, আমার মুনাজাত শোন; আমার বিনতিতে কান দাও; তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দাও।


হে মালিক, আমার কথা শোন, আমার ফরিয়াদে তুমি কান দাও।


আমি মাবুদকে মহব্বত করি, কারণ তিনি আমার স্বর ও আমার বিনতি শোনেন।


আমি মাবুদের বিষয়ে বলবো, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার আল্লাহ্‌, আমি তাঁতে নির্ভর করবো’।


হে আল্লাহ্‌, আমার কাতরোক্তি শোন, দুশমনদের ভয় থেকে আমার জীবন রক্ষা কর।


আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্‌, আমার অন্তর সুস্থির; আমি কাওয়ালী গাইব, আমি প্রশংসা-গজল করবো।


আমার দক্ষিণে নিরীক্ষণ করে দেখ, আমাকে চেনে এমন কেউই নেই, আমার আশ্রয় বিনষ্ট হল; কেউই আমার প্রাণের যত্ন নেয় না।


তুমি তাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করলে তাদের বাড়িগুলো থেকে কান্নার আওয়াজ শোনা যাক; কেননা তারা আমাকে ধরবার জন্য গর্ত খনন করেছে ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পেতেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন