Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 140:10 - কিতাবুল মোকাদ্দস

10 তাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তারা নিক্ষিপ্ত হোক অগ্নিতে, নিক্ষিপ্ত হোক গভীর খাতে, যতে আর না ওঠে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক; আগুনে নিক্ষিপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 ওদের উপর বর্ষিত হোক জ্বলন্ত অঙ্গাররাশি, ওরা নিক্ষিপ্ত হোক গহ্বরে, আর যেন উঠতে না পারে তারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তাহারা নিক্ষিপ্ত হউক অগ্নিতে, নিক্ষিপ্ত হউক গভীর খাতে, আর না উঠুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ওদের মাথায় জ্বলন্ত কয়লা ঢেলে দিন। আমার শত্রুদের আগুনে ফেলে দিন। ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তাদের ওপরে জ্বলন্ত কয়লা পড়ুক, তাদের আগুনে, গভীর খাতে ছুঁড়ে দাও, কখনো যেন উঠতে না পারে।

অধ্যায় দেখুন কপি




গীত 140:10
17 ক্রস রেফারেন্স  

তিনি দুষ্টদের উপরে জ্বলন্ত কয়লা বর্ষণ করবেন, উত্তপ্ত বায়ু তাদের পানপাত্রের পেয় দ্রব্য হবে।


তুমি তোমার ক্রোধের সময়ে তাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডস্বরূপ করবে; মাবুদ ক্রোধে তাদেরকে গ্রাস করবেন, আগুন তাদেরকে পুড়িয়ে ফেলবে।


কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, নরহন্তা, পতিতাগামী, মায়াবী, মূর্তিপূজক তাদের এবং সমস্ত মিথ্যাবাদীর স্থান হবে আগুন ও গন্ধকে জ্বলন্ত হ্রদে; এটিই দ্বিতীয় মৃত্যু।


আর জীবন-কিতাবে যার নাম লেখা পাওয়া গেল না, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।”


সেই স্থানে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষবে।


এবং তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন; সেই স্থানে তারা কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে।


যে মানুষ নর হত্যার দোষে ভারাক্রান্ত, সে গর্ত পর্যন্ত পালাবে, কেউ তাকে নিবারণ না করুক।


যে সরল লোকদেরকে কুপথে নিয়ে ভ্রান্ত করে, সে তার নিজের গর্তেই পড়বে; কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।


বীরের ধারালো তীরগুলো, ও রোতম কাঠের জলন্ত কয়লা।


কিন্তু হে আল্লাহ্‌, তুমিই ওদেরকে বিনাশের কূপে নামাবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করবো।


এমন সময়ে মাবুদ নিজের কাছ থেকে, আসমান থেকে, সাদুমের ও আমুরার উপরে গন্ধক ও আগুন বর্ষিয়ে সেই সমুদয় নগর,


আমি মাবুদের ধর্মশীলতানুসারে তাঁর শুকরিয়া আদায় করবো, সর্বশক্তিমান মাবুদের নামের প্রশংসা গান করবো।


আর সমস্ত মানুষ ভয় পাবে, তারা আল্লাহ্‌র কাজ তবলিগ করবে, আর তাঁর কাজ বিবেচনা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন