Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 14:6 - কিতাবুল মোকাদ্দস

6 তোমরা দরিদ্রের পরিকল্পনাকে লজ্জিত করছো; কেননা মাবুদ তার আশ্রয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো, কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 নিপীড়িত অসহায়ের সর্ব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে চাইলেও জেনো, প্রভু পরমেশ্বর তার পরম আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ; কেননা সদাপ্রভু তাহার আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কিন্তু ঈশ্বর তাঁর সৎ‌ লোকদের সঙ্গে থাকেন। সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তুমি দরিদ্র ব্যক্তিকে লজ্জিত করেছ, যদিও সদাপ্রভুু তাঁর আশ্রয়।

অধ্যায় দেখুন কপি




গীত 14:6
14 ক্রস রেফারেন্স  

আর মাবুদ হবেন ক্লিষ্টের জন্য উঁচু দুর্গ, সঙ্কটের সময়ে সুউচ্চ দুর্গ।


আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্যন্ত চূর্ণ করে, তারা সমস্ত দিন আমাকে বলে, তোমার আল্লাহ্‌ কোথায়?


হে মানব সন্তানেরা কতকাল আমার সম্মান অপমানে পরিণত করবে? কতকাল অসার কথা ভালবাসবে ও মিথ্যা কথার খোঁজ করবে? [সেলা।]


এখনও যদি তোমরা শিঙ্গা, বাঁশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ ইত্যাদি নানা রকম যন্ত্রের বাদ্য শোনামাত্র আমার তৈরি সোনার মূর্তিকে উবুড় হয়ে সেজ্‌দা করতে প্রস্তুত হও, ভালই; কিন্তু যদি সেজ্‌দা না কর, তবে তখনই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে; আর এমন দেবতা কে যে, আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে?


তুমি বলেছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হবে এবং আমরা তাদের অধিকারী হব, তবুও মাবুদ সেই স্থানে ছিলেন;


আমি তোমার কাছে কাঁদলাম, হে মাবুদ, আমি বললাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিতদের দেশে আমার অধিকার।


আল্লাহ্‌ আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।


আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন; তুমি আমার সহায় ও আমার উদ্ধারকর্তা; হে আমার আল্লাহ্‌, বিলম্ব করো না।


অনেকে আমার প্রাণের উদ্দেশে বলছে, আল্লাহ্‌র কাছে ওর জন্য কোন সাহায্য নেই। [সেলা।]


আল্লাহ্‌ এরকম করলেন যেন এমন দু’টি অপরিবর্তনীয় ব্যাপার, যে ব্যাপারে মিথ্যা কথা বলা আল্লাহ্‌র পক্ষে অসম্ভব, তা দ্বারা আমরা যারা আশ্রয় পাবার জন্য পালিয়ে গিয়েছি— সেই আমাদের সম্মুখে যে প্রত্যাশা আছে তা অবলম্বন করার জন্য প্রচুর উৎসাহ লাভ করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন