Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 139:9 - কিতাবুল মোকাদ্দস

9 যদি অরুণের পাখায় আরোহণ করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই, যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 যদি ঊষার পাখায় ভর করে চলে যাই উদয়াচলের প্রান্তে, যদি সাগরের পারে অস্তাচলে গিয়ে বাঁধি ঘর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু, যেখানে সূর্যের উদয় হয় সেই পূর্বদিকে যদি আমি যাই আপনি সেখানে রয়েছেন। যদি আমি পশ্চিমের সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যদি আমি উড়ে যাই সকালের ডানায় এবং যদি সমুদ্রের পরপারে গিয়ে বাস করি,

অধ্যায় দেখুন কপি




গীত 139:9
5 ক্রস রেফারেন্স  

সে আসমানের প্রান্ত থেকে যাত্রা করে, অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আসে; তার উত্তাপে কোন বস্তু লুকিয়ে থাকে না।


কিন্তু তোমরা যে আমার নাম ভয় করে থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হবেন, তাঁর রশ্মিতে থাকবে সুস্থতা; এবং তোমরা বের হয়ে পালের বাছুরগুলোর মত নাচবে।


তিনি কারুবী আরোহণে উড্ডীন হলেন, বায়ু-পক্ষভরে উড়ে আসলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন