Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 139:8 - কিতাবুল মোকাদ্দস

8 যদি বেহেশতে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ; যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 যদি স্বর্গে আরোহণ করি, সেখানে তুমি, যদি পাতালে শয্যা পাতি, সেখানেও তুমি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি; যদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানে তুমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন। যদি আমি পাতালে যাই, আপনি সেখানেও রয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 যদি স্বর্গে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে বিছানা পাতি, দেখ, সেখানে তুমি।

অধ্যায় দেখুন কপি




গীত 139:8
8 ক্রস রেফারেন্স  

আমি সঙ্কটে মাবুদকে ডাকলাম, আর তিনি আমাকে জবাব দিলেন; আমি পাতালের উদর থেকে আর্তনাদ করলাম, তুমি আমার ফরিয়াদ শুনলে।


তুমি যদিও ঈগল পাখির মত উচ্চে আরোহণ কর, যদিও তারাগুলোর মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তবুও আমি তোমাকে সেখান থেকে নামাব, মাবুদ এই কথা বলেন।


পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর; তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়?


তাঁর সম্মুখে পাতাল অনাবৃত, বিনাশ স্থান অনাচ্ছাদিত।


মাবুদ বলেন, এমন গুপ্ত স্থানে কি কেউ লুকাতে পারে যে, আমি তাকে দেখতে পাব না? আমি কি বেহেশত ও দুনিয়ার সমস্ত স্থান জুড়ে থাকি না? মাবুদ এই কথা বলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন