গীত 139:4 - কিতাবুল মোকাদ্দস4 যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই, হে মাবুদ, তুমি তার সবকিছুই জান। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমার জিহ্বা কোন কথা উচ্চারণ করার আগেই হে প্রভু পরমেশ্বর সবই জান তুমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যখন আমার জিহ্বাতে একটী কথাও নাই, দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভু, আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কারণ আমার একটা কথা নেই যা আমি বলি তা তুমি সম্পূর্ণ জান না, সদাপ্রভুু। অধ্যায় দেখুন |