গীত 139:24 - কিতাবুল মোকাদ্দস24 আর দেখ, আমাতে নাফরমানীর পথ পাওয়া যায় কি না, এবং নিত্যস্থায়ী পথে আমাকে গমন করাও। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 দেখো, আমার মধ্যে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, আর আমাকে অনন্ত জীবনের পথে চালাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 দেখ, কুপথে আমি চলেছি কি না, চালাও আমায় তোমার শাশ্বত পথে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 দেখুন কোন মন্দ চিন্তা আমার মনে আছে কিনা এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ চির বিরাজমান থাকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 দেখ আমার দুষ্টতার পথ আছে কি না এবং আমাকে পথ দেখিয়ে নিয়ে চল চিরস্থায়ী পথে। অধ্যায় দেখুন |