Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 138:1 - কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমি সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করবো, দেবতাদের সাক্ষাতে তোমার নাম ঘোষণা করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব; “দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সারা অন্তর দিয়ে আমি করব তোমার স্তব, দেবগণের সাক্ষাতে আমি গাইব তোমার স্তুতিগান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আমি সর্ব্বন্তঃকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্ত্তন করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ঈশ্বর, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি। সব দেবতার সামনে আমি আপনার গান গাইবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আমি সর্বান্তকরনে তোমাকে ধন্যবাদ দেব; দেবতাদের সামনে তোমার প্রশংসা গান করব।

অধ্যায় দেখুন কপি




গীত 138:1
17 ক্রস রেফারেন্স  

মাবুদের প্রশংসা হোক! আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া করবো, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করবো।


কেননা মাবুদ মহান আল্লাহ্‌, তিনি সমুদয় দেবতার উপরে মহান বাদশাহ্‌।


তবে দাঁড়াল কি? আমি রূহে মুনাজাত করবো, বুদ্ধিতেও মুনাজাত করবো; রূহে কাওয়ালী গাইব, বুদ্ধিতেও কাওয়ালী গাইব।


আমি বাদশাহ্‌দের সাক্ষাতেও তোমার নির্দেশগুলোর কথা বলবো, আর আমি লজ্জিত হব না।


কেননা মাবুদ মহান ও অতি প্রশংসনীয়, তিনি সমস্ত দেবতার চেয়ে ভয়াবহ।


আমিই বলেছি, তোমরা দেবতা, তোমরা সকলে সর্বশক্তিমানের সন্তান;


আল্লাহ্‌ বেহেশতী সভায় তাঁর স্থান গ্রহণ করেছেন, তিনি দেবতাদের মধ্যে বিচার করেন।


আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া আদায় করবো, তোমার সমস্ত অলৌকিক কাজ বর্ণনা করবো।


ফেরেশতারা কি সকলে সেবাকারী রূহ্‌ নন? যারা নাজাতের অধিকারী হবে, তাঁরা কি তাদের পরিচর্যার জন্য প্রেরিত হন নি?


জবুর শরীফের গজল, প্রশংসা-সংগীত ও রূহানিক কাওয়ালীর মধ্য দিয়ে পরস্পর আলাপ কর; নিজ নিজ অন্তঃকরণে বাদ্যের ঝঙ্কারে প্রভুর উদ্দেশে সঙ্গীত কর;


পৌল বললেন, হে ভাইয়েরা, আমি জানতাম না যে, উনি মহা-ইমাম; কেননা লেখা আছে, “তুমি স্বজাতীয় লোকদের নেতাকে দুর্বাক্য বলো না।”


তুমি আল্লাহ্‌র কুফরী করো না এবং স্বজাতির লোকদের নেতাকে বদদোয়া দিও না।


আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো; হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।


হে মালিক, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা-গান গাইব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন