Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 137:5 - কিতাবুল মোকাদ্দস

5 জেরুশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই, আমার ডান হাতও আমাকে ভুলে যাক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই, তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 আমি যদি তোমায় ভুলে যাই হে জেরুশালেম, তবে নিষ্ক্রিয় হোক আমার হাত আর যেন বাজাতে না পারি বীণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমার দক্ষিণ হস্ত [কৌশল] ভুলিয়া যাউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে যেন আমি বাজনা বাজাতে ভুলে যাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 যিরুশালেম, যদি আমি তোমাকে মনে করতে অস্বীকার করি, আমার ডান হাত কৌশল ভুলে যাক।

অধ্যায় দেখুন কপি




গীত 137:5
11 ক্রস রেফারেন্স  

তলোয়ার থেকে রক্ষা পেয়েছ যে তোমরা, তোমরা চল, বিলম্ব করো না; দূরদেশে মাবুদকে স্মরণ কর এবং জেরুশালেমকে মনে কর।


ধিক্‌ সেই অকর্মণ্য পালককে, যে পাল ত্যাগ করে! তার বাহু ও ডান চোখে তলোয়ার আঘাত করবে; তার বাহু নিতান্তই শুকিয়ে যাবে ও তার ডান চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে।


সিয়োনের জন্য আমি নীরব থাকব না, জেরুশালেমের জন্য ক্ষান্ত থাকব না, যতক্ষণ আলোর মত তার ধার্মিকতা, জ্বলন্ত প্রদীপের মত তার উদ্ধার প্রকাশিত না হয়।


কেননা তোমার প্রাঙ্গণে একদিনও হাজার দিনের চেয়ে উত্তম; বরং আমার আল্লাহ্‌র গৃহের গোবরাটে দাঁড়িয়ে থাকা আমার বাঞ্ছনীয়, তবু নাফরমানীর তাঁবুতে বাস করা বাঞ্ছনীয় নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন