Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 137:3 - কিতাবুল মোকাদ্দস

3 কারণ যারা আমাদের বন্দী করে নিয়ে গেছে তারা আমাদের কাছে গজল শুনতে চাইত, আমাদের জুলুমকারীরা আনন্দের আওয়াজ শুনতে চাইত, বলতো, ‘আমাদের কাছে সিয়োনের একটা গজল গাও।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত, আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত; তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল তারা আমাদের কাছে শুনতে চাইত গান। যারা পীড়ন করত, কাঁদাতো আমাদের, তারা শুনতে চাইত আনন্দের গান। বলতো: শোনাও আমাদের সিয়োনের গান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কারণ তথায় আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গীত শুনিতে চাহিত, আমাদের উপদ্রবিগণ আনন্দের রব শুনিতে চাহিত, বলিত, ‘আমাদের কাছে সিয়োনের একটা গীত গাও।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো। ওরা আমাদের আনন্দের গান গাইতে বলেছিলো। ওরা আমাদের সিয়োন সম্পর্কে গান গাইতে বলেছিলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সেখানে আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গান শুনতে চাইত এবং আমাদের উপদ্রবকারীরা আমাদের আওয়াজ শুনতে চাইত, বলত, “আমাদের কাছে সিয়োনের একটা গান গাও।”

অধ্যায় দেখুন কপি




গীত 137:3
18 ক্রস রেফারেন্স  

তখন তিনি বললেন, তোমরা তো এই সব দেখছো, কিন্তু এমন সময় আসছে, যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ভূমিসাৎ হবে।


এজন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেতের মত কর্ষিত হবে ও জেরুশালেম ধ্বংসস্তূপ হয়ে যাবে এবং এবাদতখানার পর্বত বনের উচ্চস্থলীর সমান হবে।


এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়ের সময়ে মোরেষ্টীয় মিকাহ্‌ ভবিষ্যদ্বাণী বলতেন; তিনি এহুদার সমস্ত লোককে বলেছিলেন, ‘বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, সিয়োন ক্ষেতের মত কর্ষিত হবে, জেরুশালেম কাঁথড়ার ঢিবি হয়ে যাবে; এবং সেই গৃহের পর্বত বনস্থ উচ্চস্থলীর সমান হবে।’


আমি জেরুশালেমকে ঢিবি ও শিয়ালদের বাসস্থান করবো; আমি এহুদার নগরগুলো জনবসতিহীন ধ্বংসস্থান করবো।


আর মাবুদের নিস্তার পাওয়া লোকেরা ফিরে আসবে, আনন্দগান সহকারে সিয়োনে আসবে, এবং তাদের মাথায় নিত্যস্থায়ী আনন্দের মুকুট থাকবে; তারা আমোদ ও আনন্দ লাভ করবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পালিয়ে যাবে।


তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করছো, আমাদের দুশমনেরা একযোগে পরিহাস করে।


হে আল্লাহ্‌, জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে, তারা তোমার পবিত্র এবাদতখানা নাপাক করেছে, জেরুশালেমকে ধ্বংসের স্তূপ করেছে।


হে আল্লাহ্‌, সিয়োনে প্রশংসা তোমার অপেক্ষা করে, তোমার উদ্দেশে মানত পূর্ণ করা যাবে।


এজন্য আমি তোমার সমস্ত প্রশংসা তবলিগ করবো; সিয়োন-কন্যার তোরণদ্বারগুলোতে, আমি তোমার উদ্ধারে উল্লাস করবো।


আর সে তার ভাইদের ও সামেরিয় সৈন্যদলের সাক্ষাতে বললো, এই নিস্তেজ ইহুদীরা কি করছে? এরা কি নিজদেরকে দৃঢ় করবে? এরা কি কোরবানী করবে? এক দিনে কি সমাপ্ত করবে? ধ্বংসস্তূপের ঢিবি থেকে এ সব পাথর তুলে কি সজীব করবে?


আর সেদিন দাউদ মাবুদের উদ্দেশে প্রশংসা-গজল করার ভার আসফের ও তাঁর ভাইদের হাতে প্রথমে অর্পণ করলেন।


মাবুদের উদ্ধার করা লোকেরা ফিরে আসবে, আনন্দগান সহকারে সিয়োনে আসবে এবং তাদের মাথায় নিত্যস্থায়ী আনন্দের মুকুট থাকবে; তারা আমোদ ও আনন্দ লাভ করবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পালিয়ে যাবে।


আর দাউদ এবং সিন্দুক-বহনকারী লেবীয়েরা, গায়কেরা ও গায়কদের সঙ্গে গানের নেতা কননিয়, এঁরা সকলে মসীনার পোশাক পরা ছিলেন; এবং দাউদের কাঁধে মসীনার একটি এফোদ ছিল।


যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন