Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 136:13 - কিতাবুল মোকাদ্দস

13 যিনি লোহিত সাগরকে দু’ভাগ করলেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 যিনি লোহিত সাগরকে করেছিলেন দ্বিধা বিভক্ত, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 [তাঁহার স্তব কর,] যিনি সূফ-সাগরকে দ্বিভাগ করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তাঁর স্তব কর, যিনি লোহিত সাগরকে দুভাগ করলেন; তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

অধ্যায় দেখুন কপি




গীত 136:13
8 ক্রস রেফারেন্স  

তিনি সমুদ্রকে বিভক্ত করে তাদেরকে পার করিয়েছিলেন, পানিকে স্তূপাকারে দাঁড় করিয়েছিলেন।


ঈমানের জন্যই লোকেরা শুকনো ভূমির মত লোহিত সাগরের মধ্য দিয়ে গমন করলো, কিন্তু মিসরীয়রা সেই চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে মরলো।


তুমিই তোমার পরাক্রমে সমুদ্রকে বিভক্ত করেছিলে, তুমিই পানিতে নাগদের মাথা চূর্ণ করেছিলে।


কিন্তু বনি-ইসরাইলরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে চলে গিয়েছিল এবং তাদের ডানে ও বামে পানি প্রাচীরস্বরূপ হয়ে দাঁড়িয়ে ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন