Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 134:3 - কিতাবুল মোকাদ্দস

3 মাবুদ সিয়োন থেকে তোমাকে দোয়া করুন, তিনি আসমান ও দুনিয়ার নির্মাণকর্তা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা প্রভু পরমেশ্বর, সিয়োন থেকে তিনি তোমাদের করুন আশীর্বাদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্ব্বাদ করুন, তিনি আকাশ ও পৃথিবীর নির্ম্মাণকর্ত্তা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু সিয়োন থেকে তোমাদের আশীর্বাদ করুন। প্রভু আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভুু সিয়োন থেকে তোমাকে আশীর্বাদ করুন, তিনি যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি




গীত 134:3
13 ক্রস রেফারেন্স  

মাবুদ সিয়োন থেকে তোমাকে দোয়া করুন, যেন তুমি সারা জীবন জেরুশালেমের মঙ্গল দেখতে পাও,


মাবুদের নামে আমাদের সাহায্য, তিনি আসমান ও দুনিয়ার নির্মাণকর্তা।


আর এইভাবে সমস্ত ইসরাইল নাজাত পাবে; যেমন লেখা আছে, “সিয়োন থেকে উদ্ধারকর্তা আসবেন; তিনি ইয়াকুব থেকে ভক্তিহীনতা দূর করবেন;


মাবুদ ধন্য হোন সিয়োন থেকে, তিনি জেরুশালেমে বাস করেন। মাবুদের প্রশংসা হোক!


তিনি পবিত্র স্থান থেকে তোমার সাহায্য প্রেরণ করুন, সিয়োন থেকে তোমাকে সুস্থির রাখুন,


মাবুদ সিয়োন থেকে তোমার পরাক্রমদণ্ড প্রেরণ করবেন, তুমি তোমার দুশমনদের মধ্যে কর্তৃত্ব করো।


আহ! ইসরাইলের উদ্ধার সিয়োন থেকে উপস্থিত হোক। মাবুদ যখন তাঁর লোকদের বন্দীত্ব ফেরাবেন, তখন ইয়াকুব উল্লসিত হবে, ইসরাইল আনন্দ করবে।


আর দেখ, বোয়স বেথেলহেম থেকে এসে শস্য কর্তনকারীদেরকে বললেন, মাবুদ তোমাদের সহবর্তী হোন। তারা জবাবে বললো, মাবুদ আপনাকে দোয়া করুন।


তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার পোড়ানো-কোরবানী গ্রাহ্য করুন। [সেলা।]


তোমরা মাবুদের দোয়ার পাত্র, তিনি বেহেশতের ও দুনিয়ার নির্মাণকর্তা।


যিনি বুদ্ধি দ্বারা আসমান নির্মাণ করেছেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—


ইসরাইলের বিষয়ে মাবুদের কালামরূপ দৈববাণী: যিনি আসমান মেলে দিয়েছেন, দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করেছেন এবং মানুষের অন্তরস্থ রূহের নির্মাণ করেছেন সেই মাবুদ বলেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন