গীত 134:1 - কিতাবুল মোকাদ্দস1 এসো, হে মাবুদের সমস্ত গোলাম, তোমরা, যারা রাতের বেলায় মাবুদের গৃহে দাঁড়িয়ে থাক, তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে প্রভু পরমেশ্বরের সেবকবৃন্দ, প্রভুর ধন্যবাদ দাও তোমরা যারা প্রভুর মন্দিরে পরিচর্যা কর নিশীথকালে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 দেখ, হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, তোমরা, যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 তোমরা প্রভুর দাসরা যারা সারা রাত ধরে মন্দিরে তাঁর সেবা কর! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 এস, হে সদাপ্রভুুর দাসেরা, তোমার সদাপ্রভুুর ধন্যবাদ কর, তোমরা যারা রাত্রে সদাপ্রভুুর ঘরে সেবা করো। অধ্যায় দেখুন |