Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 132:1 - কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, তুমি দাউদের পক্ষে তাঁর সমস্ত কষ্ট স্মরণ কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, দাউদকে আর তার সব আত্মত্যাগ মনে রেখো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, ভুলে যেও না তুমি দাউদের সকল দুঃখ দুর্দশার কথা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সদাপ্রভু, তুমি দায়ূদের পক্ষে তাঁহার সমস্ত কষ্ট স্মরণ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু স্মরণে রাখবেন দায়ূদ কেমন কষ্ট পেয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু, তুমি দায়ূদের সব দুঃখ কষ্ট মনে কর।

অধ্যায় দেখুন কপি




গীত 132:1
20 ক্রস রেফারেন্স  

আমার বাল্যকাল থেকে লোকে আমার উপর অনেক জুলুম করেছে, —ইসরাইল এই কথা বলুক—


আমি সঙ্কটে মাবুদকে ডাকলাম, তিনি আমাকে উত্তর দিলেন।


হে মাবুদ, আমাদের প্রতি যা ঘটেছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।


আমি স্মরণ করলাম আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ।


হে মাবুদ, আমার হৃদয় গর্বিত নয়, আমার দৃষ্টি উদ্ধত নয়, আমি ব্যাপৃত হই নি মহৎ বিষয়ে, আমার বোধের অতীত আশ্চর্য আশ্চর্য বিষয়ে।


হে মাবুদ, আমি গভীর তলদেশ থেকে তোমাকে ডেকেছি।


সুখী সেই জন, যে কেউ মাবুদকে ভয় করে, যে তাঁর সকল পথে চলে।


যদি মাবুদ বাড়ি নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে; যদি মাবুদ নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জেগে থাকে।


মাবুদ যখন সিয়োনের বন্দীদেরকে ফিরালেন, তখন আমরা স্বপ্নদর্শকদের মত হলাম।


যারা মাবুদের উপর নির্ভর করে, তারা সিয়োন পর্বতের মত, যা অটল ও চিরস্থায়ী।


যদি মাবুদ আমাদের সপক্ষ না হতেন, —ইসরাইল এই কথা বলুক—


আমি তোমার দিকে চোখ তুলে তাকিয়ে থাকি, তুমিই বেহেশতে সমাসীন।


আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বললো, চল, আমরা মাবুদের গৃহে যাই।


আমি পর্বতমালার দিকে চোখ তুলে তাকাব; কোথা থেকে আমার সাহায্য আসবে?


আর আল্লাহ্‌ তাদের আর্তস্বর শুনলেন এবং ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবের সঙ্গে কৃত তাঁর নিয়ম স্মরণ করলেন।


আর আল্লাহ্‌ নূহ্‌কে ও তাঁর সঙ্গে জাহাজে অবস্থিত বন্য পশু ও গৃহপালিত পশুদের কথা স্মরণ করলেন; আল্লাহ্‌ দুনিয়াতে বায়ু বহালেন, তাতে পানি কমতে আরম্ভ করলো।


আমার দুঃখ ও কষ্টের প্রতি দৃষ্টিপাত কর, আমার সমস্ত গুনাহ্‌ মাফ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন