Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 130:3 - কিতাবুল মোকাদ্দস

3 হে মাবুদ, তুমি যদি অপরাধগুলো ধর, তবে হে মালিক, কে দাঁড়াতে পারবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে, তবে প্রভু, কে বাঁচতে পারত?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হে প্রভু পরমেশ্বর, তুমি যদি গণ্য কর সকল অপরাধ, তাহলে হে নাথ, কে দাঁড়াতে পারে তোমার সম্মুখে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধর, তবে, হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 হে প্রভু, আপনি যদি লোকদের তাদের পাপ সমূহের জন্য শাস্তি দেন তাহলে কেউই আর জীবিত থাকবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে?

অধ্যায় দেখুন কপি




গীত 130:3
14 ক্রস রেফারেন্স  

তোমার গোলামকে বিচারে এনো না, তোমার সাক্ষাতে তো কোন প্রাণী ধার্মিক নয়।


তুমি, তুমিই ভয়াবহ; তুমি একবার ক্রুদ্ধ হলে কে তোমার সাক্ষাতে দাঁড়াবে?


কেননা তাঁদের গজব নাজেলের সেই মহাদিন এসে পড়লো, আর কে দাঁড়াতে পারে?


আমি গুনাহ্‌ করলে তুমি আমার প্রতি লক্ষ্য করবে, আমার অপরাধ মাফ করবে না।


কিন্তু তাঁর আগমনের দিন কে সহ্য করতে পারবে; আর তিনি দর্শন দিলে কে দাঁড়াতে পারবে; কেননা তিনি রূপা পরিষ্কার করা আগুনের মত ও ধোপার সাবানের মত।


তাঁর ক্রোধের সম্মুখে কে দাঁড়াতে পারে? তাঁর কোপের প্রদাহে কে দাঁড়িয়ে থাকতে পারে? তাঁর ক্রোধ আগুনের মত ধাবমান হয়, তাঁর দ্বারা শৈলগুলো বিদীর্ণ হয়।


আমরা সকলে ভেড়াগুলোর মত ভ্রান্ত হয়েছি, প্রত্যেকে নিজ নিজ পথের দিকে ফিরেছি; আর মাবুদ আমাদের সকলের অপরাধ তাঁর উপরে বর্তিয়েছেন।


মানুষ কি যে, সে পবিত্র হতে পারে? স্ত্রীর গর্ভজাত মানুষ কি ধার্মিক হতে পারে?


যদিও আমি ধার্মিক হই, আমার কথাই আমাকে দোষী করবে; যদিও আমি সিদ্ধ হই, তা-ই আমার কুটিলতার প্রমাণ হবে।


তোমার গোলাম ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবকে স্মরণ কর; এই লোকদের কঠিনতার, নাফরমানীর ও গুনাহ্‌র প্রতি দৃষ্টিপাত করো না;


হে মাবুদ ইসরাইলের আল্লাহ্‌, তুমি ধর্মময়, কেননা আমরা রক্ষিত হয়ে আজ পর্যন্ত কয়েক জন লোক অবশিষ্ট রয়েছি; দেখ, আমরা তোমার গণনায় দোষী, তাই তোমার সাক্ষাতে আমাদের কেউই দাঁড়াতে পারে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন