Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 129:3 - কিতাবুল মোকাদ্দস

3 কৃষকেরা আমার আমার পিঠ চষে ফেলেছে, তারা দীর্ঘ সীতা কেটেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 চাষিরা আমার পিঠে লাঙল চালিয়েছে এবং তারা লম্বা লাঙলরেখা টেনেছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তেমনি ওরাও ক্ষতবিক্ষত করেছে আমার পৃষ্ঠদেশ, সুগভীর রেখা রচনা করেছে তারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে, তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল। আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 চাষীরা আমার পেছনে চষেছিল তারা লম্বা লাঙ্গলরেখা টেনেছিল।

অধ্যায় দেখুন কপি




গীত 129:3
4 ক্রস রেফারেন্স  

আর আমি তোমার সেই জুলুমবাজদের হাতে তা তুলে দেবো, যারা তোমার প্রাণকে বলেছে, ‘হেঁট হও, আমরা তোমার উপর দিয়ে গমন করি,’ আর তুমি ভূমির মত ও সড়কের মত পথিকদের কাছে তোমার পিঠ পেতে দিয়াছ।


ভূমির কর্ষক ও খননকারী যেমন করে, তেমনি পাতালের মুখে আমাদের সমস্ত অস্থি ছড়িয়ে পড়েছে।


তুমি কি জমিতে বন্য ষাঁড়কে লাঙ্গলে বাঁধতে পার? সে কি তোমার পেছন পেছন ক্ষেতে মই দেবে?


আমি প্রহারকদের প্রতি আমার পিঠ, যারা দাড়ি উপড়িয়েছে, তাদের প্রতি আমার গাল পেতে দিলাম, অপমান ও থুথু থেকে আমার মুখ আচ্ছাদন করলাম না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন