গীত 122:5 - কিতাবুল মোকাদ্দস5 কেননা সেই স্থানে বিচার করার সিংহাসনগুলো, দাউদ-কুলের সিংহাসনগুলো স্থাপিত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 এই স্থানেই স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন, এখানেই দাউদ কুলের সব সিংহাসন স্থাপিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল বিচার সিংহাসন, স্থাপিত হয়েছিল দাউদ কুলের রাজসিংহাসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 কেননা সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল, দায়ূদ-কুলের সিংহাসন সকল স্থাপিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 দায়ূদের পরিবারের রাজগণ তাঁদের বিচারের সিংহাসন ঐখানেই স্থাপন করেছেন। লোকজনের বিচার করার জন্য তাঁরা তাঁদের সিংহাসন ঐখানে স্থাপন করেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সেখানে নেতারা সিংহাসনে বসল দায়ূদ কুলের বিচারের জন্য। অধ্যায় দেখুন |