Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 12:7 - কিতাবুল মোকাদ্দস

7 হে মাবুদ, তুমিই তাদের রক্ষা করবে, চিরতরে এই কালের মানুষ থেকে উদ্ধার করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7-8 দুর্জন চারিদিকে করছে বিচরণ মানব সমাজে অধমই আজ উচ্চপদে আসীন। হে প্রভু পরমেশ্বর, এদের হাত থেকে তুমি উদ্ধার কর আমাদের, রক্ষা কর সর্বদা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 হে সদাপ্রভু, তুমিই তাহাদিগকে রক্ষা করিবে, চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন। তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তুমি সদাপ্রভুু, তুমি আমাদের রক্ষা কর এবং সবদিন এই দুষ্ট প্রজন্ম থেকে আমাদের রক্ষা করবে।

অধ্যায় দেখুন কপি




গীত 12:7
15 ক্রস রেফারেন্স  

তিনি তাঁর বিশ্বস্তদের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টদেরকে অন্ধকারে স্তব্ধ করা হবে; কেননা শক্তিতে কোন মানুষ জয়ী হবে না।


এবং আল্লাহ্‌র শক্তিতে তোমাদেরকেও নাজাতের জন্য ঈমান দ্বারা রক্ষা করা হচ্ছে, যে নাজাত শেষকালে প্রকাশিত হবার জন্য প্রস্তুত আছে।


যারা মাবুদকে মহব্বত করে, তিনি তাদের সকলের পথের উপর তাঁর দৃষ্টি আছে, কিন্তু তিনি সমস্ত দুষ্টকে সংহার করবেন।


মাবুদ তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা সুরক্ষিত রাখবেন, এখন থেকে চিরকাল পর্যন্ত।


মাবুদ তাদের সাহায্য করেন, তাদেরকে রক্ষা করেন, তিনি দুষ্টদের থেকে তাদের রক্ষা করেন ও তাদের নাজাত করেন, কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছে।


কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিস্ম নেবার জন্য আসছে দেখে তিনি তাদেরকে বললেন, হে সাপের বংশধরেরা, আগামী গজব থেকে পালিয়ে যেতে তোমাদেরকে কে চেতনা দিল?


আমি মাবুদ তার রক্ষক, আমি প্রতিক্ষণে তাতে পানি সেচন করবো; কিছুতে যেন তার ক্ষতি না করে, সেজন্য দিনরাত তা রক্ষা করবো।


কেননা মাবুদ ন্যায়বিচার ভালবাসেন; তিনি তাঁর বিশ্বস্তদেরকে পরিত্যাগ করেন না; তারা চিরকাল সুরক্ষিত হয়; কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হবে।


হে আল্লাহ্‌, আমাকে রক্ষা কর, কেননা আমি তোমার আশ্রয় নিয়েছি।


এতিম ও নির্যাতিত লোকদের বিচার করার জন্য, যেন মাটির সৃষ্ট মানুষ আর দুর্দান্ত না থাকে।


নিশ্চয় তিনি গোষ্ঠীদেরকে মহব্বত করেন, তাঁর পবিত্রগণ সকলে তোমার হস্তগত; তারা তোমার চরণতলে বসলো, প্রত্যেকে তোমার কালাম গ্রহণ করলো।


এহুদা, ঈসা মসীহের গোলাম এবং ইয়াকুবের ভাই— যারা আহ্বান পেয়েছে তাদের সমীপে, যাদেরকে পিতা আল্লাহ্‌ মহব্বত করেন এবং যাদেরকে ঈসা মসীহের জন্য রক্ষা করা হয়েছে।


কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্‌ কে আছে? আমাদের আল্লাহ্‌ ছাড়া আর শৈল কে আছে?


মাবুদের ভয় পবিত্র, চিরস্থায়ী, মাবুদের সমস্ত অনুশাসন সত্য, সর্বাংশে ন্যায্য।


তোমার কালাম অতীব পরীক্ষাসিদ্ধ, তাই তোমার গোলাম তা মহব্বত করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন