Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:94 - কিতাবুল মোকাদ্দস

94 আমি তোমারই, আমাকে নিস্তার কর; কারণ আমি তোমার আদেশমালা খোঁজ করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

94 আমাকে রক্ষা করো, কারণ আমি তোমারই; আমি তোমার বিধিগুলির অন্বেষণ করেছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

94 আমি তোমারই, উদ্ধার কর আমায়, তোমার অনুশাসন পালনে আমি হয়েছি তৎপর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

94 আমি তোমারই, আমাকে পরিত্রাণ কর; কারণ আমি তব নিদেশমালার অন্বেষণ করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

94 প্রভু, আমি আপনারই, তাই আমাকে রক্ষা করুন! কেন? কারণ আপনার আজ্ঞাগুলি মানতে আমি আপ্রাণ চেষ্টা করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

94 আমি তোমারই, আমাকে রক্ষা কর; কারণ আমি তোমার নির্দেশগুলো অন্বেষণ করি।

অধ্যায় দেখুন কপি




গীত 119:94
17 ক্রস রেফারেন্স  

তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার মধ্যবর্তী; সেই বীর উদ্ধার করবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করবেন; তিনি প্রেমে তোমাকে নতুন করে তুলবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।


যিনি তোমাকে গঠন করেছেন, গর্ভ থেকে তোমাকে নির্মাণ করেছেন ও তোমার সাহায্য করবেন, সেই মাবুদ এই কথা বলেন, হে আমার গোলাম ইয়াকুব, হে আমার মনোনীত যিশুরূণ, ভয় করো না।


তোমার আদেশমালা আমাকে বুঝিয়ে দাও, আমি তোমার অলৌকিক সমস্ত কাজ ধ্যান করবো।


হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা কর, কেননা আমি তোমার ভক্ত; হে আমার আল্লাহ্‌, তোমাতে নির্ভরকারী তোমার গোলামকে তুমিই উদ্ধার কর।


এক জন বলবে, আমি মাবুদের; আর এক জন ইয়াকুবের নামে অভিহিত হবে; এবং আর এক জন নিজের হাতে লিখবে ‘আমি মাবুদের’ ও ইসরাইল নাম গ্রহণ করবে।


তোমার হাত আমার সহকারী হোক; কেননা আমি তোমার আদেশমালা মান্য করেছি।


দেখ, আমি তোমার আদেশমালা আকাঙ্খা করে আসছি, তোমার ধর্মশীলতায় আমাকে সঞ্জীবিত কর।


উদ্ধার মাবুদেরই কাছে; তোমার লোকদের উপরে তোমার দোয়া বর্ষিত হোক। [সেলা।]


আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করবো, কেননা আমি তোমার আদেশমালার খোঁজ করেছি।


আমি তোমাকে ডেকেছি, আমাকে নিস্তার কর, তাতে আমি তোমার নির্দেশগুলো পালন করবো।


আমার ফরিয়াদ তোমার সম্মুখে উপস্থিত হোক, তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাকে উদ্ধার কর।


আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই; তিনি লিলি ফুলবনে পাল চরান। ----


হে মাবুদ, আমাকে সুস্থ কর, তাতে আমি সুস্থ হব; আমাকে নিস্তার কর, তাতে আমি নিস্তার পাব, কেননা তুমি আমার প্রশংসাভূমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন