Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:89 - কিতাবুল মোকাদ্দস

89 অনন্তকালের জন্য, হে মাবুদ, তোমার কালাম বেহেশতে সংস্থাপিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

89 হে সদাপ্রভু, তোমার বাক্য চিরন্তন; আকাশমণ্ডলে তা প্রতিষ্ঠিত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

89 হে প্রভু পরমেশ্বর, শাশ্বত তোমার বাক্য চিরতরে স্বর্গে প্রতিষ্ঠিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

89 অনন্তকালের নিমিত্ত, হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

89 হে প্রভু, আপনার বাণী চিরকাল থাকে। আপনার বাণী স্বর্গে চিরকালের জন্য থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

89 হে সদাপ্রভুু, তোমার বাক্য অনন্তকাল স্থায়ী, তোমার বাক্য স্বর্গে দৃঢ় ভাবে স্থাপিত।

অধ্যায় দেখুন কপি




গীত 119:89
10 ক্রস রেফারেন্স  

কিন্তু প্রভুর কালাম চিরকাল থাকে।” আর এই সেই সুসমাচারের কালাম, যা তোমাদের কাছে তবলিগ করা হয়েছে।


কেননা আমি তোমাদেরকে সত্যি বলছি, যে পর্যন্ত আসমান ও দুনিয়া শেষ না হবে, সেই পর্যন্ত শরীয়তের একটি মাত্রা বা একটি বিন্দুও মুছে যাবে না, সমস্তই সফল হবে।


তোমার কালামের সমষ্টি সত্য, তোমার ধর্মময় প্রত্যেক অনুশাসন চিরস্থায়ী।


আমি তোমার নির্দেশগুলোর দ্বারা আগে থেকে জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করেছ।


আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে, তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।


কিন্তু তাঁর ওয়াদা অনুসারে আমরা এমন নতুন আসমানের ও নতুন দুনিয়ার অপেক্ষায় আছি, যার মধ্যে ধার্মিকতা বাস করে।


তাঁর হাতের সমস্ত কাজ সত্য ও ন্যায্য; তাঁর সমস্ত আদেশমালা বিশ্বাসযোগ্য।


সেগুলো অনন্তকালের জন্য স্থিরীকৃত, বিশ্বস্ততায় ও সরলতায় প্রণীত।


ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে, কিন্তু আমাদের আল্লাহ্‌র কালাম চিরকাল থাকবে।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন