Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:83 - কিতাবুল মোকাদ্দস

83 কারণ আমি ধোঁয়া ভরা কুপার মত হয়েছি; তবুও তোমার বিধি ভুলে যাই নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

83 যদিও আমি ধোঁয়ার মধ্যে রাখা সংকুচিত সুরাধারের মতো, কিন্তু আমি তোমার নির্দেশাবলি ভুলে যাইনি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

83 পরিত্যক্ত চর্মপেটিকার মত হয়েছি আমি, তবুও ভুলিনি তোমার অনুশাসন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

83 কারণ আমি ধূমস্থ কুপার সদৃশ হইয়াছি; তথাপি তোমার বিধি ভুলিয়া যাই নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

83 যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

83 কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি; আমি তোমার বিধি ভুলে যাই নি।

অধ্যায় দেখুন কপি




গীত 119:83
6 ক্রস রেফারেন্স  

আমার চামড়া কালো রংয়ের হয়েছে, খসে খসে পড়ছে, আমার অস্থি তাপে দগ্ধ হয়েছে।


আমি হারানো ভেড়ার মত ভ্রান্ত হয়েছি; নিজের গোলামের খোঁজ কর; কেননা আমি তোমার হুকুমনামা ভুলে যাই নি।


দুষ্টদের দড়ি আমাকে জড়িয়ে ধরেছে, আমি তোমার শরীয়ত ভুলে যাই নি।


আমি তোমার বিধিগুলোতে উল্লসিত হব, তোমার কালাম ভুলে যাব না।


আমার বল খোলার মত শুকিয়ে যাচ্ছে, আমার জিহ্বা তালুতে লেগে যাচ্ছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রেখেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন