Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:79 - কিতাবুল মোকাদ্দস

79 যারা তোমাকে ভয় করে, তারা যেন আমার প্রতি ফিরে আসে, আর তারা তোমার নির্দেশগুলো বুঝবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

79 যারা তোমাকে সম্ভ্রম করে এবং যারা তোমার বিধিবিধান বোঝে, তাদের সঙ্গে আমি মিলিত হই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

79 যারা সম্ভ্রম করে তোমায় ফিরে আসুক তারা আমরা কাছে, যেন তারা জানতে পারে তোমার বিধান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

79 যাহারা তোমাকে ভয় করে, তাহারা আমার প্রতি ফিরুক, আর তাহারা তোমার সাক্ষ্যকলাপ বুঝিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

79 আশা করি আপনার অনুগামীরা আমার কাছে ফিরে আসবে এবং তারা আপনার চুক্তি সম্পর্কে জানবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

79 যারা তোমাকে সম্মান করে, তারা আমার দিকে ফিরুক, তারা যারা তোমার নিয়মের আদেশ জানে তারা ফিরুক।

অধ্যায় দেখুন কপি




গীত 119:79
4 ক্রস রেফারেন্স  

যারা তোমাকে ভয় করে, তারা আমাকে দেখে আনন্দিত হবে, কারণ আমি তোমার কালামে প্রত্যাশা করেছি।


কারাগার থেকে আমার প্রাণকে বের করে আন, যেন আমি তোমার নামের শুকরিয়া করি; ধার্মিকেরা আমার চারদিকে জমায়েত হবে, কেননা তুমি আমার মঙ্গল করবে।


আমি সেই সবের সখা, যারা তোমাকে ভয় করে, এবং যারা তোমার আদেশমালা পালন করে।


জাতিরা তোমার চারপাশে জমায়েত হোক; তাদের উপরে তুমি উঁচু স্থানে তোমার আসনে বস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন