Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:72 - কিতাবুল মোকাদ্দস

72 তোমার মুখের শরীয়ত আমার পক্ষে উত্তম, হাজার হাজার সোনার ও রূপার মুদ্রার চেয়ে উত্তম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

72 তোমার মুখের বিধিবিধান হাজার হাজার রুপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

72 অজস্র সোনা-রূপোর চেয়েও তোমার মুখ নিঃসৃত বিধান আমার কাছে শ্রেয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

72 তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্যমুদ্রা অপেক্ষা উত্তম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

72 প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর। তারা 1000 খণ্ড সোনা ও রূপোর চেয়েও উত্তম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

72 হাজার হাজার সোনা ও রূপার চেয়ে তোমার মুখের নির্দেশ আমার জন্য মহা মূল্যবান। ইয়োদ।

অধ্যায় দেখুন কপি




গীত 119:72
13 ক্রস রেফারেন্স  

তা সোনা ও প্রচুর খাঁটি সোনার চেয়ে বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হতেও সুস্বাদু।


সেজন্য আমি তোমার হুকুমগুলো ভালবাসি, সোনা থেকে, খাঁটি সোনা থেকেও তা ভালবাসি।


সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম; রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়!


আমি তোমার কালামে আনন্দ করি, যেমন মহালুট পেলে লোকে আনন্দ করে।


সোনা ও খাঁটি সোনার চেয়েও আমার ফল উত্তম, উৎকৃষ্ট রূপার চেয়েও আমার উপহার উত্তম।


তোমার নির্দেশগুলো আমি চিরতরে অধিকার করেছি, কারণ সেই সমস্ত আমার অন্তরের আনন্দ বৃদ্ধি করে।


আমি তোমার নির্দেশ-পথে আমোদ করেছি, যেমন ধন-সম্পদে লোকে আনন্দ করে।


তোমার গোলামও তা দ্বারা সুশিক্ষা পায়; তা পালন করলে মহা ফল হয়।


সুখী সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;


পৈতৃক ধনের মত প্রজ্ঞা ভাল; যারা সূর্য দর্শন করে তাদের পক্ষে আরও উৎকৃষ্ট।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন