গীত 119:71 - কিতাবুল মোকাদ্দস71 আমি যে দুঃখার্ত হয়েছি, এই আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখতে পাই। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ71 পীড়িত হওয়া আমার জন্য মঙ্গলজনক হয়েছে যেন আমি তোমার আদেশগুলি শিখতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)71 তোমার দণ্ড কল্যাণ করেছে আমার জীবনে, আমি শিখতে পেরেছি তোমার বিধান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)71 আমি যে দুঃখার্ত্ত হইয়াছি, এ আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখিতে পাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল71 আমি যে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল, কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী71 এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি, যেন আমি তোমার বিধি শিখতে পারি। অধ্যায় দেখুন |