Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:67 - কিতাবুল মোকাদ্দস

67 দুঃখার্ত হবার আগে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন তোমার কালাম পালন করছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

67 পীড়িত হবার আগে আমি বিপথে গিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার আদেশ পালন করি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

67 আমি বিপথে গিয়েছিলাম, তুমি দণ্ড দিয়েছ আমায় আজ আমি পালন করি তোমার আদেশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

67 দুঃখার্ত্ত হইবার পূর্ব্বে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন তোমার বচন পালন করিতেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

67 দুর্দশায় পড়ার আগে আমি অনেক ভুল কাজ করেছি। কিন্তু এখন আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

67 দুঃখ পাওয়ার আগে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি।

অধ্যায় দেখুন কপি




গীত 119:67
16 ক্রস রেফারেন্স  

আমি নিজের স্থানে ফিরে যাব, যে পর্যন্ত তারা দোষ স্বীকার না করে ও আমার উপস্থিতির খোঁজ না করে; সঙ্কটের সময়ে তারা সযত্নে আমার খোঁজ করবে।


আমি যে দুঃখার্ত হয়েছি, এই আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখতে পাই।


হে মাবুদ, আমি জানি তোমার সকল বিচার ধর্মময়, আর তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়াছ।


আমি হারানো ভেড়ার মত ভ্রান্ত হয়েছি; নিজের গোলামের খোঁজ কর; কেননা আমি তোমার হুকুমনামা ভুলে যাই নি।


তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করেছ, এজন্য আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করবো, যা দুনিয়া-নিবাসীদের পরীক্ষা করার জন্য সারা দুনিয়াতে উপস্থিত হবে।


তোমার শান্তির সময়ে আমি তোমার কাছে কথা বলেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, আমি শুনব না; তোমার বাল্যকাল থেকেই তোমার ব্যবহার এই রকম; তুমি আমার কথা মান্য কর নি।


ফলে, অবোধদের বিপথগমনই তাদের মৃত্যুর কারণ হবে, হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাদেরকে বিনষ্ট করবে;


কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হয়ে পদাঘাত করলো। তুমি হৃষ্টপুষ্ট, স্থূল ও তৃপ্ত হলে; অমনি সে তার নির্মাতা আল্লাহ্‌কে ত্যাগ করলো, তার উদ্ধারের শৈলকে লঘু জ্ঞান করলো।


হদদেষরের অধীন সমস্ত বাদশাহ্‌ যখন দেখলেন যে, তাঁরা ইসরাইলের সম্মুখে পরাজিত হয়েছেন, তখন তাঁরা ইসরাইলের সঙ্গে সন্ধি করে তাদের গোলাম হলেন; সেই সময় থেকে অরামীয়েরা ভয় পেয়ে অম্মোনীয়দের আর সাহায্য করে নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন