Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:25 - কিতাবুল মোকাদ্দস

25 আমার প্রাণ ধূলিতে সংলগ্ন, তোমার কালাম অনুসারে আমাকে সঞ্জীবিত কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 আমি আজ ধূলায় অবলুণ্ঠিত, সঞ্জীবিত কর আমায়, পূর্ণ হোক তোমার অঙ্গীকার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আমার প্রাণ ধূলিতে সংলগ্ন, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 আমি খুব শীঘ্রই মারা যাবো। প্রভু আপনি আজ্ঞা দিন এবং আমাকে বাঁচতে দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 আমার প্রাণ ধূলোতে জড়িয়ে আছে, তোমার বাক্য অনুযায়ী আমাকে জীবন দাও।

অধ্যায় দেখুন কপি




গীত 119:25
22 ক্রস রেফারেন্স  

দেখ, আমি তোমার আদেশমালা কেমন ভালবাসি। মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর।


তুমি আমাদেরকে অনেক দারুণ সঙ্কট দেখিয়েছ, তুমি ফিরে আমাদেরকে সঞ্জীবিত করবে, দুনিয়ার অধঃস্থান থেকে পুনর্বার উঠাবে।


হে মাবুদ, তোমার নামের অনুরোধে আমাকে সঞ্জীবিত কর; তোমার ধর্মশীলতায় সঙ্কট থেকে আমার প্রাণ উদ্ধার কর।


কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত, আমাদের দেহ ভূমিতে লুটিয়ে পড়েছে।


ঊর্ধ্বস্থ বিষয়ের প্রতি মনোযোগ দাও, দুনিয়ার বিষয়ের প্রতি মনোযোগ দিও না।


হে মাবুদ, তোমার করুণা বহুবিধ; তোমার সমস্ত শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।


আমি তোমার আদেশমালা কখনও ভুলে যাব না, কারণ তা দ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করেছ।


তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর, তাতে আমি তোমার মুখের নির্দেশ পালন করবো।


দেখ, আমি তোমার আদেশমালা আকাঙ্খা করে আসছি, তোমার ধর্মশীলতায় আমাকে সঞ্জীবিত কর।


মূল্যহীন দর্শন থেকে আমার চোখ ফিরাও, তোমার পথে আমাকে সঞ্জীবিত কর।


তাতে আমরা তোমা থেকে ফিরে যাব না; তুমি আমাদের সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকব।


আর তুমি যেন সমস্ত অন্তর ও সমস্ত প্রাণের সঙ্গে তোমার আল্লাহ্‌ মাবুদকে মহব্বত করে জীবন লাভ কর, এজন্য তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার অন্তর ও তোমার বংশের অন্তরের খৎনা করবেন।


তাদের শেষ পরিণাম হল বিনাশ; তাদের উদরই হল তাদের আল্লাহ্‌ এবং যা কিছু তাদের লজ্জার বিষয় তাতেই তাদের গৌরব; দুনিয়াবী বিষয়ে তাদের মন পড়ে আছে।


তোমার অটল মহব্বত অনুসারে আমার কথা শোন; হে মাবুদ, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।


আমি অতিশয় দুঃখার্ত; হে মাবুদ, তোমার কালাম অনুসারে আমাকে সঞ্জীবিত কর।


নেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা একত্র চরবে, সিংহ বলদের মত বিচালি খাবে; আর ধূলিই সাপের খাদ্য হবে। তারা আমার পবিত্র পর্বতের কোন স্থানে কোন ক্ষতি কিংবা বিনাশ করবে না, মাবুদ এই কথা বলেন।


আমার বল খোলার মত শুকিয়ে যাচ্ছে, আমার জিহ্বা তালুতে লেগে যাচ্ছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রেখেছ।


কিন্তু তিনি মুখ ফিরিয়ে পিতরকে বললেন, আমার সম্মুখ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা; কেননা যা আল্লাহ্‌র, তা নয়, কিন্তু যা মানুষের, তা-ই তুমি ভাবছো।


আমাদের সাহায্যের জন্য উঠ, নিজের অটল মহব্বতের অনুরোধে আমাদের মুক্ত কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন