Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:2 - কিতাবুল মোকাদ্দস

2 সুখী তারা, যারা তাঁর সমস্ত নির্দেশ পালন করে; যারা সর্বান্তঃকরণে তাঁর খোঁজ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর অনুসন্ধান করে—

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ধন্য তারা, যারা পালন করে তাঁর নির্দেশ, সর্বান্তঃকরণে করে তাঁরই অন্বেষণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ধন্য তাহারা, যাহারা তাঁহার সাক্ষ্যকলাপ পালন করে; যাহারা সর্ব্বান্তঃকরণে তাঁহার অন্বেষণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী। তারা সর্বান্তঃকরণ দিয়ে প্রভুকে মানে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে; যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে।

অধ্যায় দেখুন কপি




গীত 119:2
24 ক্রস রেফারেন্স  

আর তোমরা আমার খোঁজ করে আমাকে পাবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার খোঁজ করবে;


আমি সর্বান্তঃকরণে তোমার খোঁজ করেছি, আমাকে তোমার নির্দেশিত পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না।


কিন্তু সেখানে থেকে যদি তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের খোঁজ কর, তবে তাঁর উদ্দেশ পাবে; সমস্ত অন্তর ও সমস্ত প্রাণের সঙ্গে তাঁর খোঁজ করলে পাবে।


জবাবে ঈসা তাঁকে বললেন, কেউ যদি আমাকে মহব্বত করে, তবে সে আমার কালামগুলো পালন করবে; আর আমার পিতা তাকে মহব্বত করবেন এবং আমরা তার কাছে আসবো ও তার সঙ্গে বাস করবো।


যারা তাঁর নিয়ম ও নির্দেশ পালন করে, তাদের পক্ষে মাবুদের সমস্ত পথ অটল মহব্বত ও বিশ্বস্ততায় পূর্ণ।


আর আমার রূহ্‌কে তোমাদের অন্তরে স্থাপন করবো এবং তোমাদের আমার বিধিপথে চালাব, তোমরা আমার অনুশাসনগুলো রক্ষা ও পালন করবে।


হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও তোমার চোখ আমার পথগুলোতে প্রীত হোক।


তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের দেওয়া হুকুম, নির্দেশ ও সমস্ত বিধি যত্নপূর্বক পালন করবে।


আর তিনি তাঁর আল্লাহ্‌র খোঁজ করার জন্য আল্লাহ্‌র গৃহের সেবাকর্ম, ব্যবস্থা ও হুকুম সম্বন্ধে যে কর্মই আরম্ভ করলেন, তা সমস্ত অন্তঃকরণের সঙ্গে করে কৃতকার্য হলেন।


আর তোমার আল্লাহ্‌ মাবুদের রক্ষণীয় বিধান রক্ষা করে তাঁর পথে চল, মূসার শরীয়তে লেখা তাঁর বিধি, তাঁর হুকুম, তাঁর অনুশাসন ও তাঁর সমস্ত সাক্ষ্য পালন কর; যেন তুমি যে কোন কাজ কর ও যে কোন দিকে ফের, বুদ্ধিপূর্বক চলতে পার;


কারণ আমাদের অন্তর যদি আমাদের দোষী করে, আল্লাহ্‌ আমাদের অন্তরের চেয়ে মহান এবং সকলই জানেন।


যেন তারা তাঁর সমস্ত বিধি পালন করে, তাঁর ব্যবস্থা রক্ষা করে। মাবুদের প্রশংসা হোক!


আর তুমি তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার আল্লাহ্‌ মাবুদকে মহব্বত করবে।


আমা থেকে দুর্নাম ও অপমান দূর কর, কেননা আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।


আমি তোমাকে ডেকেছি, আমাকে নিস্তার কর, তাতে আমি তোমার নির্দেশগুলো পালন করবো।


এখন তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের খোঁজ করতে নিজ নিজ অন্তর ও প্রাণ নিয়োজিত কর, আর উঠ, মাবুদ আল্লাহ্‌র পবিত্র স্থান নির্মাণ কর, যেন মাবুদের শরীয়ত-সিন্দুক ও আল্লাহ্‌র পবিত্র সমস্ত পাত্র সেই গৃহে আনা হয়, যা মাবুদের নামের উদ্দেশে নির্মাণ করা যাবে।


তোমার গোলামের মঙ্গল কর, যেন আমি বাঁচি, তা হলে আমি তোমার কালাম পালন করবো।


হে মাবুদ, তোমার বিধি-পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করবো।


আমাকে বিবেচনা দাও, আমি তোমার শরীয়ত মানব, সর্বান্তঃকরণে তা পালন করবো।


মাবুদ আমার অধিকার; আমি বলেছি, আমি তোমার সমস্ত কালাম পালন করবো।


অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছে, আমি সর্বান্তঃকরণে তোমার আদেশমালা পালন করবো।


তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর, তাতে আমি তোমার মুখের নির্দেশ পালন করবো।


আমি সমস্ত কুপথ থেকে আমার চরণ নিবৃত্ত করেছি, যেন আমি তোমার কালাম পালন করি।


দুর্বৃত্তরা, আমার কাছ থেকে দূর হও; আমি আমার আল্লাহ্‌র সমস্ত হুকুম পালন করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন