Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:17 - কিতাবুল মোকাদ্দস

17 তোমার গোলামের মঙ্গল কর, যেন আমি বাঁচি, তা হলে আমি তোমার কালাম পালন করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি, তাহলে আমি তোমার বাক্য পালন করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তোমার এ দাসের কল্যাণ কর, যেন আমি জীবিত থাকি, পালন করতে পারি তোমার উপদেশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তোমার দাসের মঙ্গল কর, যেন আমি বাঁচি, তাহা হইলে আমি তোমার বাক্য পালন করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 আপনার দাস, এই যে আমি, আমার প্রতি ভাল ব্যবহার করুন, যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তোমার দাসের প্রতি দয়াবান হও, যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি।

অধ্যায় দেখুন কপি




গীত 119:17
19 ক্রস রেফারেন্স  

আমি মাবুদের উদ্দেশে গজল গাইব, কেননা তিনি আমার মঙ্গল করেছেন।


হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরে যাও, কেননা মাবুদ তোমার মঙ্গল করেছেন।


তোমার অটল মহব্বত অনুসারে তোমার গোলামের সঙ্গে ব্যবহার কর, আর তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও।


তুমি তোমার গোলামের প্রতি মঙ্গল ব্যবহার করেছ, হে মাবুদ, তোমার কালাম অনুসারে করেছ।


যদি তোমরা জান যে, তিনি ধার্মিক, তবে এও জেনে রেখো যে, যে কেউ সঠিক কাজ করে, তাঁর থেকেই তার জন্ম হয়েছে।


আর আমার আল্লাহ্‌ মসীহ্‌ ঈসাতে স্থিত আপন গৌরবের ধন অনুসারে তোমাদের সমস্ত অভাব পরিপূর্ণভাবে মিটিয়ে দেবেন।


কারণ আমরা তাঁরই হাতের তৈরি, মসীহ্‌ ঈসাতে সৎ-কর্মের জন্য সৃষ্ট; এই সৎকর্ম আল্লাহ্‌ আগে প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি।


কারণ তাঁর পূর্ণতা থেকে আমরা সকলে রহমতের উপরে রহমত পেয়েছি;


আমার প্রতি ফির ও আমার প্রতি রহম কর, যেমন তোমার নামপ্রিয়দের প্রতি করে থাক।


সুখী তারা, যারা তাঁর সমস্ত নির্দেশ পালন করে; যারা সর্বান্তঃকরণে তাঁর খোঁজ করে।


আমার প্রতি তোমার করুণা বর্তুক, যেন আমি বাঁচি; কেননা তোমার শরীয়ত আমার হর্ষজনক।


তোমার কথা অনুসারে আমাকে ধারণ কর, তাতে বাঁচবো, আমাকে নিজের আশার বিষয়ে লজ্জিত হতে দিও না।


তোমার নির্দেশগুলো অনন্তকাল ধরে ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, তাতে আমি বাঁচব।


আমার প্রাণ জীবিত থাকুক, সে তোমার প্রশংসা করবে, আর তোমার সমস্ত অনুশাসন আমার সহকারী হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন