Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:164 - কিতাবুল মোকাদ্দস

164 আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি, তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

164 তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

164 তুমি ন্যায়বান, ন্যায়সঙ্গত তোমার বিচার, আমি স্তব করি তোমার প্রত্যহ সাতবার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

164 আমি দিনে সাত বার তোমার স্তব করি, তোমার ধর্ম্মময় শাসনকলাপের জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

164 আপনার ভালো ও ন্যায্য বিধিগুলোর জন্য আমি দিনে সাতবার আপনার প্রশংসা করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

164 আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি, তোমার ন্যায় বিধানের জন্য।

অধ্যায় দেখুন কপি




গীত 119:164
6 ক্রস রেফারেন্স  

আমি মধ্যরাত্রে তোমার প্রশংসা করতে উঠবো, তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।


সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি মাতম ও আর্তনাদ করি, আর তিনি আমার স্বর শোনেন।


সিয়োন শুনে আনন্দিত হল, এহুদার কন্যারা উল্লসিত হল, হে মাবুদ, তোমার বিচারগুলোর জন্য।


কেননা তাঁর বিচারাজ্ঞাগুলো সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা তার বেশ্যাক্রিয়া দ্বারা দুনিয়াকে ভ্রষ্ট করতো, তিনি তার বিচার করেছেন, তার হাত থেকে তাঁর গোলামদের রক্তপাতের পরিশোধ নিয়েছেন।


সিয়োন পর্বত আনন্দ করুক, এহুদার কন্যারা উল্লসিত হোক, তোমার ন্যায়বিচারের জন্য।


তখন সেই লোকেরা সমাগত হয়ে দেখলেন, দানিয়াল তাঁর আল্লাহ্‌র কাছে মুনাজাত করছেন ও করুণা চাইছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন