গীত 119:159 - কিতাবুল মোকাদ্দস159 দেখ, আমি তোমার আদেশমালা কেমন ভালবাসি। মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ159 দেখো, আমি তোমার অনুশাসন কত ভালোবাসি, তোমার অবিচল প্রেমের গুণে, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)159 হে প্রভু পরমেশ্বর, তোমার নির্দেশমালা আমার পরম প্রিয়, তোমার অবিচল প্রেমে আমাকে কর সঞ্জীবিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)159 দেখ, আমি তোমার নিদেশ সকল কেমন ভালবাসি। সদাপ্রভু, তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল159 দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। প্রভু আপনার সব ভালোবাসা দিয়ে আমায় বেঁচে থাকতে দিন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী159 দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি। সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ। অধ্যায় দেখুন |